GNLF: জিএনএলএফ নেতার বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় দোষী সাব্যস্ত ৭

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 29, 2022 | 2:18 PM

GNLF: এই মামলায় নাম জড়িয়েছিল বিমল গুরুঙের। যদিও পরবর্তীকালে সরকার তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেয়। তাই ২৩ জনের বিরুদ্ধে মামলাটি চলছিল।

GNLF: জিএনএলএফ নেতার বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় দোষী সাব্যস্ত ৭
প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: দার্জিলিঙের জিএনএলএফ নেতার বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ঘটনা সাতজনকে দোষী সাব্যস্ত করলেন বিধাননগর এমপি এমএলএGNLF স্পেশাল কোর্টের বিচারপতি। ২০০৮ সালের দার্জিলিঙের জিএনএলএফ নেতা মৌরিস কালিকৌটের বাড়ি ভাঙচুর দোকানপাট, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল গোর্খা জনমুক্তি মোর্চার নেতা হরকা বাহাদুর ছেত্রী-সহ ২৪ জনের বিরুদ্ধে।

এই মামলায় নাম জড়িয়েছিল বিমল গুরুঙের। যদিও পরবর্তীকালে সরকার তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেয়। তাই ২৩ জনের বিরুদ্ধে মামলাটি চলছিল। আজ বিধাননগর এমপি, এমএলএ স্পেশাল কোর্টের বিচারপতি মনোজ্যোতি ভট্টাচার্য ৭ জনকে দোষী সাব্যস্ত করল। যদিও তথ্য প্রমাণের অভাবে খালাস পেয়ে গেলেন কালিম্পঙের প্রাক্তন বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী-সহ ১৬ জন।

এই মামলায় ৭ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন মহিলা অভিযুক্ত দোষীদের নাম হল মিনা মথে, প্রভাত তামাং, পূজা রায় ,অম্বরধজ, স্যামুয়েল গুরঙ্গ, স্বপ্না ছেত্রী, জেসমিন প্রধান। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৮,১৪৯, ৪২৭,৪৩৬ ধারায় মামলা রুজু হয়েছে। ৪০৬ ধারা ১০ বছর পর্যন্ত অভিযুক্তদের সাজা হতে পারে।

Next Article