Gokhale Memorial: খুদে হাতের কাজে রঙিন হয়ে উঠল গোখেল মেমোরিয়ালের ‘ওপেন হাউস’

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 19, 2024 | 9:35 PM

Gokhale Memorial: শুধুমাত্র কোনও একটি বিষয় নিয়েই যে চার্ট তৈরি করা হয়েছিল তা নয়, সেই সঙ্গে খুদে পড়ুয়াদের ভাবনার বহিঃপ্রকাশও ঘটেছে সেখানে। কেউ তৈরি করেছিল ইসরোর রকেটের মডেল, কেউ বিজ্ঞানের নানা বিষয় ফুটিয়ে তুলেছিল রঙ-তুলিতে। এছাড়া বাংলা বিষয়ের জন্য আলাদা একটি জায়গা।

Gokhale Memorial: খুদে হাতের কাজে রঙিন হয়ে উঠল গোখেল মেমোরিয়ালের ওপেন হাউস
গোখেল মেমোরিয়াল স্কুলের বিশেষ অনুষ্ঠান
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সারা বছর গতানুগতিক পঠন-পাঠন। হোমওয়ার্ক, ক্লাস টেস্টের জালে দমবন্ধ হওয়ার জোগাড়। খুদে পড়ুয়াদের জন্য তাই একটু অক্সিজেন নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল গোখেল মেমোরিয়াল গার্লস হাইস্কুলে। পাঠ্যবই আর ব্ল্যাক বোর্ডের বাধ্য-বাধকতা নেই সেখানে। নেই সিলেবাস। সব ধরাবাঁধা ছকের বাইরে গিয়ে নিজেদের ভাবনাকে মেলে ধরার একটা সুযোগ পায় পড়ুয়ারা।

গোখেল মেমোরিয়াল গার্লস হাইস্কুলে সেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল স্কুলের প্রাথমিক শিক্ষা বিভাগ। গত ১৯ মার্চ ছিল সেই অনুষ্ঠান, যার শেষ পর্বে ছিল “Open House”। আর সেখানেই প্রদর্শিত হয় পড়ুয়াদের হাতের কাজ। সৃজনশীলতার পরিচয় পাওয়া যায় তাদের। কেজি ওয়ান থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা অংশ নিয়েছিলেন সেই অনুষ্ঠানে।

শুধুমাত্র কোনও একটি বিষয় নিয়েই যে চার্ট তৈরি করা হয়েছিল তা নয়, সেই সঙ্গে খুদে পড়ুয়াদের ভাবনার বহিঃপ্রকাশও ঘটেছে সেখানে। কেউ তৈরি করেছিল ইসরোর রকেটের মডেল, কেউ বিজ্ঞানের নানা বিষয় ফুটিয়ে তুলেছিল রঙ-তুলিতে। এছাড়া বাংলা বিষয়ের জন্য আলাদা একটি জায়গা। সেখানে ব্যাকরণ থেকে বাংলা সাহিত্যের ছোঁয়াও মিলেছে খুদে পড়ুয়াদের হাতের কাজে।

এছাড়া ছিল ছবি। মাছ-ফুল-পাখি-পাতার ছবিতে একেবারে রঙিন হয়ে উঠেছিল গোটা কক্ষ। অঙ্ক, বিজ্ঞান, সমাজবিদ্যা সহ সব বিষয়ের জন্য রাখা ছিল পৃথক জায়গা। সব পড়ুয়াদের অংশগ্রহণে সফল হয় সেই অনুষ্ঠান।

Next Article