Gold Theft: সোনা ডেলিভারি দিতে এসে গয়না চুরি, রাজস্থান পালিয়েও ফাঁকি দিতে পারল না অভিযুক্ত

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 29, 2022 | 9:13 PM

Bidhannagar: ডেলিভারির ছেলেটি যখন দোকানে ফেরে তখন সে জানায় গ্রাহক পার্সেলটি নিয়ে নিয়েছে। পরে ফোন করে দোকান থেকে জানতে পারেন ডেলিভারি ফেরত পাঠিয়ে দিয়েছেন ওই গ্রাহক।

Gold Theft: সোনা ডেলিভারি দিতে এসে গয়না চুরি, রাজস্থান পালিয়েও ফাঁকি দিতে পারল না অভিযুক্ত
প্রতীকী ছবি।

Follow Us

কলকাতা : সোনা ডেলিভারি করতে এসে সেই সোনাই চুরি করে নেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে সল্টলেকে। অভিযুক্ত পবন কুমার মিশ্রকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সল্টলেকের এফসি ব্লকের বাসিন্দা এক ব্যক্তি বড়বাজার এলাকার একটি সোনার দোকানে সোনার গহনা তৈরির অর্ডার করেছিলেন। ১৬ এপ্রিল সেই গহনা তার বাড়িতে ডেলিভারি করতে আসে পবন কুমার মিশ্র নামে এক ডেলিভারি বয়। ঘটনার সূত্রপাত সেখানেই। সেই সময় যে ডেলিভারি পার্সেলটি তাঁকে দেওয়া হয়, সেই প্যাকেটটি ছেঁড়া ছিল। আর তাই দেখেই সন্দেহ হয় ওই ব্যক্তির। এত দামের গহনা, যদি কিছু খোয়া গিয়ে থাকে! তাই তিনি সঙ্গে সঙ্গে ওই সোনার দোকানে বিষয়টি জানান। গহনার পার্সেলটিও ফেরত পাঠিয়ে দেন।

এদিকে ওই দোকান মালিকের দাবি, ডেলিভারির ছেলেটি যখন দোকানে ফেরে তখন সে জানায় গ্রাহক পার্সেলটি নিয়ে নিয়েছে। পরে ফোন করে দোকান থেকে জানতে পারেন ডেলিভারি ফেরত পাঠিয়ে দিয়েছেন ওই গ্রাহক। মনে মনে সন্দেহ হয় মালিকের। তাই তিনি ডেলিভারি বয় পবন মিশ্রকে আবারও প্রশ্ন করেন। তখন আবার তার বক্তব্য পাল্টে যায়। আগের বার ডেলিভারি গ্রাহককে দিয়ে এসেছে বললেও, এবার সে জানায় বাসে যাতায়াত করার সময় পার্সেল চুরি হয়ে গিয়েছে।

এদিকে ধরা পড়ে যাওয়ার ভয়ে দোকানের মালিকের দ্বিতীয়বার প্রশ্নের মুখোমুখি হওয়ার পরই দোকানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় সে। গয়নার দোকানের মালিক তার খোজখবর নিয়ে জানতে পারেন, সে কলকাতা ছেড়ে রাজস্থান পালিয়ে গিয়েছে। অবশেষে ২৮ তারিখ ওই অভিযুক্ত কলকাতায় ফিরেছে বলে খবর পান গয়নার দোকানের মালিক। এরপর পবনকে সঙ্গে নিয়েই সল্টলেকের এফসি ব্লকের ওই বাড়িতে যান দোকানের মালিক। সেখানে গিয়ে গোটা বিষয়টি জানতে পারেন। এরপরই দোকানের মালিক দ্বারস্থ হন বিধাননগর দক্ষিণ থানার। দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই অভিযুক্ত পবন কুমার মিশ্রকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, পবন সেই সোনার গহনা চুরি করে পালিয়ে যায়। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। ধৃত ওই ডেলিভারি বয় সেই সোনা কারও কাছে বিক্রি করে দিয়েছে কি না, সেই বিষয়ে তদন্ত করছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

আরও পড়ুন : Adhir Chowdhury: ‘বিজনেস সামিটের নামে বেকারদের প্রতারিত করছেন মুখ্যমন্ত্রী’, তোপ অধীরের

আরও পড়ুন  : ED vs Kolkata Police: কোর্ট অর্ডারের নথিতে ‘কারচুপি’, কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ ইডির

 

Next Article