Gold Recovery: ব্যাঙ্কক থেকে আসা ২ বিমানের ১৩ যাত্রীকে তল্লাশি, বাজেয়াপ্ত ৬৩ লক্ষ টাকার সোনা

Ranjit Dhar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 09, 2023 | 6:22 PM

Gold Recovery: ভারতীয় মুদ্রায় যার মূল্য় প্রায় ৪৪ লক্ষ ৩২ হাজার টাকা। ওই যাত্রীদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তী সময়ে বাজেয়াপ্ত করা হয় সোনা।

Gold Recovery: ব্যাঙ্কক থেকে আসা ২ বিমানের ১৩ যাত্রীকে তল্লাশি, বাজেয়াপ্ত ৬৩ লক্ষ টাকার সোনা
প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: ফের বিমাবন্দর থেকে উদ্ধার বিপুল পরিমাণ সোনা। শুক্রবার কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে একসঙ্গে ১৩ জন যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে ৯৫৩ গ্রাম সোনা, যার দাম ভারতীয় মুদ্রায় অন্তত ৬৩ লক্ষ ৫৫ হাজার ৫৭০ টাকা। পরপর দুটি বিমানের যাত্রীদের থেকে উদ্ধার হল সোনা। ব্যাঙ্কক থেকে কলকাতায় আসছিলেন ওই যাত্রীরা। নিয়ম মাফিক তল্লাশি চালানোর সময়ই ওই সোনা উদ্ধার হয় যাত্রীদের কাছ থেকে।

কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবার সকাল ০৬ টা ২০ মিনিটে পৌঁছয় ব্যাঙ্কক থেকে কলকাতাগামী স্পাইসজেটের একটি বিমান। ওই বিমানে আসা প্রত্যেক যাত্রীদের গতানুগতিক তল্লাশি চালানোর সময় ১১ জন যাত্রীর কাছ থেকে ৬৩৫ গ্রাম সোনা উদ্ধার করে বিমানবন্দরের নিযুক্ত শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকরা। ভারতীয় মুদ্রায় যার মূল্য় প্রায় ৪৪ লক্ষ ৩২ হাজার টাকা। ওই যাত্রীদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। বাজেয়াপ্ত করা হয় সোনা। তবে যাত্রীদের ছেড়ে দেওয়া হয়।

এদিনই অপর একটি বিমানের যাত্রীদের কাছ থেকেও সোনা উদ্ধার করা হয়। স্পাইসজেটের এফডি ১২০ বিমানটিও ব্যাঙ্কক থেকে কলকাতায় আসছিল। ওই বিমানে যাত্রীদের তল্লাশি চালাতে গিয়ে দুজনের কাছ থেকে উদ্ধার হয় ৩১৮ গ্রাম সোনা, ভারতীয় মুদ্রায় যার মূল্য ১৯ লক্ষ ২৩ হাজার ৫৭০ টাকা। জিজ্ঞাসাবাদ করার পরে এই দুই যাত্রীকেও ছেড়ে দেওয়া হয়েছে।

একসঙ্গে এতজনের কাছ থেকে সোনা উদ্ধারের ঘটনায় অবাক আধিকারিকরাও। তবে কি কোনও আন্তর্জাতিক পাচার চক্র? খতিয়ে দেখছে শুল্ক দফতর।

Next Article