Amrit Bharat Express: বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য সুখবর, চালু হচ্ছে অমৃত ভারত, জানুন রুট ও ভাড়া

Indian Railways: শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস ডানকুনি হয়ে যাবে। মোট ছয়টি স্টপেজ থাকবে। শিয়ালদহ থেকে ছেড়ে প্রথম স্টপেজ হবে দুর্গাপুর, এরপর আসানসোল, মধুপুর, যশিডি, পটনা ও পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় স্টেশন। সপ্তাহে তিনদিন চলবে এই ট্রেন।  

Amrit Bharat Express: বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য সুখবর, চালু হচ্ছে অমৃত ভারত, জানুন রুট ও ভাড়া
অমৃত ভারত এক্সপ্রেস।Image Credit source: PTI

|

Jan 15, 2026 | 1:57 PM

কলকাতা: দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হচ্ছে। শুধু বন্দে ভারত স্লিপারই নয়, পাশাপাশি বাংলা থেকে ছুটবে অমৃত ভারত স্লিপার ট্রেনও। মোট ৯টি অমৃত ভারত চালু হবে ১৭ জানুয়ারি থেকে। তার মধ্যে বাংলা থেকেই চলবে ৭টি ট্রেন। নতুন রুটের এই ট্রেনে তীর্থ যাত্রা আরও সহজ হয়ে গেল। এবার শিয়ালদহ থেকে সোজা পৌঁছে যেতে পারবেন উত্তর প্রদেশের বারাণসীতে।

অমৃত ভারতের এই নতুন রুটে দেশের সবথেকে ব্যস্ত ও বিস্তারিত রেল করিডরে যাতায়াত আরও সহজ হবে। অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে কী কী লাভ হবে জানেন?

এই ট্রেনের প্রথম বিশেষত্বই হল এর স্পিড। ঘণ্টায় ১৩০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ অমৃত ভারত এক্সপ্রেসের। তবে শিয়ালদহ-বারাণসী রুটে অমৃত ভারত ছুটবে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগে। দ্রুতগতির এই ট্রেনে লম্বা দূরত্ব আরও কম সময়ে অতিক্রম করা সম্ভব হবে। এতে পরিযায়ী শ্রমিক থেকে পুণ্যার্থী, শিক্ষার্থী- সকলেই উপকৃত হবে।

প্রতি সপ্তাহেই পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তর প্রদেশ থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক যাতায়াত করেন পেটের টানে। উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের পড়ুয়ারাও দুই রাজ্যে ভ্রমণ করে কলেজ ও কোচিং সেন্টারে পড়াশোনার জন্য। এছাড়া প্রতি বছরই লক্ষ লক্ষ পর্যটক ভ্রমণ করেন বারাণসীতে।

শিয়ালদহ-বারাণসী রুট দুটি গুরুত্বপূর্ণ অংশকে জুড়বে। একদিকে শিয়ালদহ যেমন পশ্চিমবঙ্গে প্রবেশপথ হিসাবে কাজ করে, অন্যতম শিল্প ও বাণিজ্যের রুট, সেখানেই বারাণসী হল আধ্যাত্বিকতা ও পর্যটনের অন্যতম কেন্দ্র। অমৃত ভারত এক্সপ্রেস ছুটবে বিহার ও পূর্ব উত্তর প্রদেশের উপর দিয়ে। এখান থেকে বহু মানুষ যাতায়াত করেন শিক্ষা ও কাজের জন্য। নতুন এই রুটে যাতায়াত আরও সহজ হবে, বাকি ট্রেনের উপরে চাপ কমবে।

অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের কোচ অত্যাধুনিক, থাকবে আধুনিক সিট। তবে ভাড়া থাকবে সাধ্যের মধ্যে। মোট ১৬টি কামরা থাকবে অমৃত ভারত এক্সপ্রেসে। এখনও পর্যন্ত ভাড়ার তালিকা প্রকাশ না হলেও, অসংরক্ষিত জেনারেল কামরায় ভাড়া হবে ২১০ টাকা।

শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস ডানকুনি হয়ে যাবে। মোট ছয়টি স্টপেজ থাকবে। শিয়ালদহ থেকে ছেড়ে প্রথম স্টপেজ হবে দুর্গাপুর, এরপর আসানসোল, মধুপুর, যশিডি, পটনা ও পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় স্টেশন।

সপ্তাহে তিনদিন চলবে এই ট্রেন। শিয়ালদহ থেকে এই ট্রেন ছাড়বে সোমবার, বুধবার ও শনিবার। বারাণসী থেকে ট্রেন ছাড়বে রবিবার, মঙ্গলবার ও শুক্রবার। 

শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস শিয়ালদহ থেকে ছাড়বে সন্ধে সাড়ে সাতটায়। পরেরদিন সকাল ৭টা ২০ মিনিটে পৌঁছে যাবে। অন্যদিকে, বারাণসী থেকে রাত ১০ টা ১০ মিনিটে ছাড়বে, শিয়ালদহে এসে পৌঁছবে সকাল ৯টা ৫৫ মিনিটে।