TV9 বাংলা ডিজিটাল: ‘এবার বাংলা পারলে সামলা’, কথাটা বলার সময়ে যত না বেশি চ্যালেঞ্জ ছিল বিজেপির বঙ্গ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) গলায়, তার থেকেও অনেক বেশি প্রত্যয় আর আত্মবিশ্বাস ধরা দিয়েছে তার চোখে মুখে। একুশের তাজ যে গেরুয়া শিবিরের ঘরেই আসবে, তা নিয়ে মঞ্চে. সভায়, র্যালিতে একাধিকবার ঝড় তুলেছেন বাংলার (West Bengal) বিজেপি নেতৃত্ব। কিন্তু বিহারের (Bihar) ফল প্রকাশের পর তারা যেন ‘হাতে চাঁদ’ পেয়ে গেল। গ্রামগঞ্জের নীচুতলার কর্মীদের মনোবল বৃদ্ধিতেও বিহারের ফল গেরুয়া শিবিরের কাছে ‘ইউএসপি’। দিলীপ ঘোষ বললেন, ‘বর্ডারে এসে গেছে। পশ্চিম থেকে যাত্রা শুরু করেছিল বিজেপি। উত্তর পূর্ব হয়ে গেছে। এবার পূর্বের পালা। এবার বাংলা পারলে সামলা।’
শাহর বঙ্গ সফরের পর থেকেই উজ্জিবীত বঙ্গ গেরুয়া শিবির। বিহারের ছক দেখে এবার একুশের নির্বাচনে জয়ের মাস্টারপ্ল্যানও করে ফেলেছে বঙ্গ বিজেপি। কোনও রাখঢাক না রেখে সে কথা প্রকাশ্যেই বলছেন বিজেপি নেতৃত্ব। বুথ ফেরত সমীক্ষার রিপোর্টকে ম্লান করে বিহারে বিজেপি জিতেছে। ফল বলছে, মহিলা ভোটারের ওপর বল করেই বিজেপি-জেডিইউ জোট বাজিমাত করেছে। বাংলাতেও সেভাবেই ঘুঁটি সাজাচ্ছে বিজেপি।
রাজনৈতিক বিশ্লেষকদের কাছে বিহারে কোনওমতে কাজ করে গিয়েছে মোদী ম্যাজিক। এবার তাঁর কাছে বড় চ্যালেঞ্জ বাংলা। বিহারে প্রধান প্রতিপক্ষ ছিল বছর একত্রিশের এক তরতাজা যুবক। রাজনৈতিক বিচক্ষণতায় তেজস্বী অনেক পোক্ত হলেও বাংলায় বিজেপির লড়াইটা অনেক বেশি কঠিন। ৩৪ বছরের বাম শাসনের ইতি টেনেছেন যে ব্যত্তিত্ব, তাঁর সঙ্গে টিকে ওঠাটা বিহারের সমীকরণের মতো যে অত সহজ নয়, তা আগেভাগেই জানেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। সেই হিসাব কষে আগেভাগেই কোমর বেঁধে ময়দানে নেমেছেন তাঁরা।
তবে বিজেপি বিহার ভোটে জেতার পর স্লোগান তুলতে শুরু করেছে- সাবধান দিদি, মোদী আসছে। দিলীপ ঘোষের সতর্কবাণী, “কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা নিয়ে অত্যন্ত সিরিয়াস। আমাদের কর্মীরা নিরন্তর পরিশ্রম করছে। তাঁদের কষ্ট বিফলে যাবে না। বিহারের ফল তাঁদের মনের শক্তি বাড়িয়েছে। এবার বাংলায় পালা। “