Recruitment Scam: গোপাল কি সত্যিই সব জানেন? কীভাবে আলাপ কুন্তলের সঙ্গে?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 31, 2023 | 4:13 PM

Recruitment Scam: সূত্রের খবর, নীলাদ্রি ঘোষের সঙ্গেও গোপালের পরিচয় রয়েছে। নীলাদ্রির কয়েকজন চাকরি প্রার্থীর ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়েছিল গোপালকে। সেই দায়িত্ব দিয়েছিলেন তাপস মণ্ডল।

Recruitment Scam: গোপাল কি সত্যিই সব জানেন? কীভাবে আলাপ কুন্তলের সঙ্গে?
গোপাল দলপতি (ফাইল ছবি)

Follow Us

কলকাতা : নিয়োগের নামে যে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, তার তল খুঁজে পেতে মরিয়া গোয়েন্দারা। প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ উচ্চপদস্থ আধিকারিকরা গ্রেফতার হওয়ার পরও সবটা পরিষ্কার হয়নি। হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh) গ্রেফতার হওয়ার পর থেকে সামনে আসছে আরও একাধিক নাম। কুন্তলের মুখেই শোনা গিয়েছিল গোপাল দলপতির (Gopal Dalapati) নাম। বলেছিলেন, গোপাল সব জানেন। পরে ডিএলএড কলেজগুলির সংগঠনের সভাপতি তাপস মণ্ডলের মুখেও শোনা গিয়েছে সেই নাম। অবশেষে ধরা দিয়েছেন সেই গোপাল দলপতি। তিনি সত্যিই সব জানেন কি না, জানলে কতটা জানেন, তা নিয়েই ইডি দফতরে প্রশ্ন করা হচ্ছে তাঁকে।

সোমবার নিজেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে ফোন করে বয়ান রেকর্ড করানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। এরপরই তাঁকে তলব করা হয়। সেই মতো মঙ্গলবার দুপুর ১২ টা ৪৫ মিনিট নাগাদ গোপালকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে প্রবেশ করতে দেখা যায়। সেখানেই আপাতত জিজ্ঞাসাবাদ চলছে তাঁর।

সূত্রের খবর, ইডিকে গোপাল জানিয়েছেন, তাপস মারফত কুন্তলের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। এ কথা অবশ্য সংবাদমাধ্যমের সামনে স্বীকার করেছিলেন তাপস। তিনি জানিয়েছিলেন, কুন্তলের সঙ্গে গোপালকে আলাপ করিয়ে দিয়েছিলেন তিনিই। পরবর্তীকালে কুন্তলের সঙ্গে একাধিক কাজ করেছেন। গোপালকে জিজ্ঞাসাবাদ করে কুন্তলদের পার্টনারদের নাম উঠে আসার সম্ভাবনা আছে বলে মনে করছেন তদন্তকারীরা। এছাড়া ভুয়ো ওয়েবসাইটের বিষয়ে আরও তথ্য উঠে আসবে বলেও মনে করছেন তাঁরা।

গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বয়ান রেকর্ড করছেন তদন্তকারীরা। তাপস মণ্ডল একাধিক ব্যক্তির সঙ্গে গোপাল দলপতির পরিচয় করিয়ে দেন কেন? তা জানতে চান গোয়েন্দারা। গোপালের সঙ্গে কুন্তলের আর্থিক লেনদেন নিয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ইডি সূত্রের খবর।

কুন্তল একাধিকবার আর্থিক লেনদেন প্রসঙ্গে অভিযোগ করেছেন, গোপাল সব জানেন। কেন গোপালের বিরুদ্ধে অভিযোগ? তা স্পষ্টভাবে জানতে চান গোয়েন্দারা।

সূত্রের খবর, নীলাদ্রি ঘোষের সঙ্গেও গোপালের পরিচয় রয়েছে। নীলাদ্রির কয়েকজন চাকরি প্রার্থীর ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়েছিল গোপালকে। সেই দায়িত্ব দিয়েছিলেন তাপস মণ্ডল। গোপাল সেই সকল চাকরি প্রার্থীর হয়ে কাকে সুপারিশ করতেন? সেই উত্তরও জানতে চায় ইডি। তবে, জানা যাচ্ছে, কুন্তল ঘোষ যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন বলেই দাবি করেছেন গোপাল দলপতি।

Next Article