কলকাতা: তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সূত্র ধরে গোয়েন্দারা নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছতে চাইছেন। আর সেই সূত্রেই তদন্তকারীদের হাতে এসেছে গোপাল দলপতির (Gopal Dalapati) নাম। এবারই সেই ‘নিখোঁজ’ গোপাল দলপতির ফোন এল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে। সোমবার দুুপুরে ওই ব্যক্তির ফোন আসে। এক আধিকারিক ফোন ধরলে বেশ কিছুক্ষণ কথাও হয়। সূত্রের খবর, গোপাল দলপতি নিজেই ইডি দফতরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি জানান, গোয়েন্দাদের মুখোমুখি হতে চান তিনি। এরপরই ইডি-র তরফ থেকে মঙ্গলবার সকালে তলব করা হয়েছে তাঁকে।
নিয়োগু দুর্নীতিতে কুন্তলের মতোই গোপাল দলপতির নামও বলেছিলেন তাপস মণ্ডল। পরে কুন্ত ঘোষ গ্রেফতার হওয়ার পর তাঁর মুখেও বারবার শোনা যায় এই গোপালের নাম। গত কয়েকদিন ধরে একটানা জেরা করা হচ্ছে কুন্তলকে। সোমবার সকাল থেকেও শুরু হয়ে যায় সেই জেরা-পর্ব। এরই মাঝে দুপুর ১ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ওই অফিসে গোপাল দলপতির ফোন এসেছে বলে সূত্রের খবর। তিনি নিজের বয়ানও রেকর্ড করার ইচ্ছা প্রকাশ করেছেন।
এর আগে গোপালের খোঁজ পাচ্ছিলেন না ইডি আধিকারিকরা। আইনি সহযোগিতা নেওয়ার প্রক্রিয়াও শুরু করে দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। লিগ্যাল টিমের সঙ্গে সেই মতো কথাবার্তাও শুরু হয়ে গিয়েছিল। গোপালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার বিষয়ে যখন আলোচনা চলছে, তখনই এল এই ফোন।
ইডি সূত্রে খবর, গোপালকে এর আগে দিল্লি পুলিশ একটি আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার করেছিল। বছরখানেক আগে জামিনও পান তিনি। জামিনে মুক্ত হওয়ার পর থেকেই নাকি আর খোঁজ পাওয়া যাচ্ছিল না গোপাল দলপতির।
TV9 বাংলার মুখোমুখি হয়ে গোপালের কথা বলেছিলেন ডিএলএড কলেজগুলির সংগঠনের সভাপতি তাপস মণ্ডল। তিনি জানিয়েছিলেন, গোপালকে তিনিই পাঠিয়েছিলেন কুন্তলের কাছে। গোপাল দলপতি তাঁর এক পূর্ব পরিচিত। চাকরি প্রার্থীদের সঙ্গে কুন্তলের যোগাযোগ বা টাকা পাইয়ে দেওয়ার বিষয়ে এই গোপাল দলপতি মাধ্যম হিসেবে কাজ করতেন বলে জানিয়েছিলেন তাপস।