কলকাতা: ‘রাজভবনের সামনে ধর্না’ থেকে শুরু করে ‘পাঙ্গা না নেওয়ার’ হুঁশিয়ারি রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই দিয়েছিলেন। মঙ্গলবার সকালে যখন মুখ্যমন্ত্রী রাজ্যপালকে উদ্দেশ্য করে আক্রমণ শানালেন ঠিক ওইদিনই রাত্রিবেলা আচার্য তথা রাজ্যপাল বোস ফের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করলেন উপাচার্য।
রাজভবন সূত্রে খবর, নদিয়ার কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে কাজল দে-কে নিয়োগ করলেন আচার্য। গতকাল মধ্যরাতে রাজভবন কর্তৃক জানানো হয়েছে, কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন উপাচার্য হিসাবে অধ্যাপক কাজল দে-কে নিয়োগ করেছেন আচার্য। শুধু তাই নয়, সি ভি আনন্দ বোস নিয়োগ নামায় সই করছেন তেমন একটি ছবিও প্রকাশ করা হয়েছে।
রাজ্য শিক্ষাদফতরের সঙ্গে আলোচনা না করেই উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করে চলেছেন রাজ্যপাল বোস। এই নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত এখন চরমে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কড়া ভাষায় রাজ্যপালকে বিঁধেছেন। গতকাল আবার কার্যত রাজ্যপালের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেন মমতা। রাজ্যপালের কথায় যে বিশ্ববিদ্যালয়গুলি পরিচালিত হবে, তাদের ক্ষেত্রে ‘আর্থিক অবরোধ’ গড়ে তোলা হবে বলে প্রকাশ্যেই হুঁশিয়ারি দেন তিনি। শুধু তাই নয় প্রয়োজনে রাজভবনের সামনে ধরনায় বসবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। তবে রাজ্যপাল যদিও সেই হুঁশিয়ারি উড়িয়ে পূর্বের মতো ফের নিয়োগ করলেন উপাচার্য।