C V Ananda Bose: সাংবাদিকদের মুখে ধর্ষণের অভিযোগ শুনতেই হাত তুললেন রাজ্যপাল!

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 15, 2024 | 1:21 PM

Governor C V Ananda Bose: প্রসঙ্গত, গতকালের ঘটনা প্রকাশ্যে আসার পর যখন এই ইস্যুতে চর্চার অন্ত থাকছে না, সেই সময় দেখা যায় সমাজের প্রান্তিক ও দরিদ্র শ্রেণির ১০০ জন ক্যানসার আক্রান্ত মহিলাকে আর্থিকভাবে সাহায্য করার সিদ্ধান্ত নেন সি ভি আনন্দ বোস।

C V Ananda Bose: সাংবাদিকদের মুখে ধর্ষণের অভিযোগ শুনতেই হাত তুললেন রাজ্যপাল!
সি ভি আনন্দ বোস, রাজ্যপাল
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: শ্লীলতাহানির অভিযোগের মধ্যেই মঙ্গলবার ধর্ষণের অভিযোগ ওঠে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। এক নৃত্যশিল্পী অভিযোগ করেছেন দিল্লিতে নিয়ে গিয়ে হোটেলে ধর্ষণ করেছেন রাজ্যপাল বোস। এই ঘটনায় প্রতিক্রিয়া চেয়েছিলেন সাংবাদিকরা। কী বললেন তিনি?

প্রসঙ্গত, গতকালের ঘটনা প্রকাশ্যে আসার পর যখন এই ইস্যুতে চর্চার অন্ত থাকছে না, সেই সময় দেখা যায় সমাজের প্রান্তিক ও দরিদ্র শ্রেণির ১০০ জন ক্যানসার আক্রান্ত মহিলাকে আর্থিকভাবে সাহায্য করার সিদ্ধান্ত নেন সি ভি আনন্দ বোস। ‘মিশন কমপ্যাশন’ উদ্যোগের একটি অংশ হিসেবে ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াবেন বলে জানান তিনি। সেই মতো এক ক্যানসার আক্রান্তের বাড়িও যান রাজ্যপাল।

সেখান থেকে বেরনোর পথে সাংবাদিকরা নারী নির্যাতনের বিষয়ে প্রতিক্রিয়া চান। সেইখানে কার্যত রাজ্যপালকে দেখা গেল ‘স্পিকটি নট’। কোনও প্রতিক্রিয়ায় দিলেন না তিনি। হাত উঠিয়ে চলে গেলেন ক্যামেরার সামনে থেকে। উল্লেখ্য, এ দিকে, বিতর্ক মাথা চাড়া দিতেই পথে নেমেছে রাজ্যের শাসকদল তৃণমূলও। আগামী শুক্রবার তৃণমূলের শিক্ষক সেল রাজভবন অভিযানও করবে।

Next Article