Governor: ২৫ হাজার টাকা করে দেবেন রাজ্যপাল? কেন জানেন?

Jadavpur University: তবে কোন কোন ক্ষেত্রে দেওয়া হবে, তা এখনও ঠিক হয়নি। ছাত্র ও অধ্যাপকদের রাজ্যপালের নামে ওই পুরস্কার দেওয়া হবে বলে জানা গিয়েছে।এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, "বাংলায় দুটো সমস্যা রয়েছে। হিংসা আর দুর্নীতি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ও এর থেকে বাদ নয়।"

Governor: ২৫ হাজার টাকা করে দেবেন রাজ্যপাল? কেন জানেন?
রাজ্যপাল সিভি আনন্দ বোসImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 24, 2025 | 2:06 PM

কলকাতা: পুরস্কার দেবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজ, বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসবে উপস্থিত ছিলেন সি ভি আনন্দ বোস। সেখানে গিয়েই এই পুরস্কারের কথা ঘোষণা করেন বোস। তিনি জানিয়েছেন মোট ৭টি পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক পুরস্কারের মূল্য হবে ২৫ হাজার টাকা করে। আগামী বছরের সমাবর্তন থেকে এই পুরস্কার দেওয়া হবে।

তবে কোন কোন ক্ষেত্রে দেওয়া হবে, তা এখনও ঠিক হয়নি। ছাত্র ও অধ্যাপকদের রাজ্যপালের নামে ওই পুরস্কার দেওয়া হবে বলে জানা গিয়েছে। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, “বাংলায় দুটো সমস্যা রয়েছে। হিংসা আর দুর্নীতি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ও এর থেকে বাদ নয়।”

এদিন রাজ্যপাল সমাবর্তনে ঢুকে যাওয়ার পর সমাবর্তন মঞ্চের বাইরে বিক্ষোভ দেখান কিছু পড়ুয়া। ফান্ড কাট ইস্যু ও ছাত্র নির্বাচনের দাবিতে ওই বিক্ষোভ দেখানো হয়। আচার্যকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানানোর জন্যই ওই বিক্ষোভ বলে জানা গিয়েছে। এদিন রাজ্যপাল বলেন, “প্রতিবাদ করা ছাত্রদের গণতান্ত্রিক অধিকার। রাজভবন এখন লোকভবন, তাই যে কোনও সময় তাঁরা এসে দেখা করতে পারেন।”

পাশাপাশি পশ্চিমবঙ্গের আচার্য বিল নিয়েও এদিন মন্তব্য করেন রাজ্যপাল বোস। তিনি বলেন, “রাষ্ট্রপতি মনে করেননি রাজ্যপালকে সরিয়ে আচার্য পদে নিয়োগ করা উচিত মুখ্যমন্ত্রীকে, তাই এই বিলে সই করেননি।”  উল্লেখ্য, কয়েকদিন আগেই রাষ্ট্রপতি আচার্য বিল ফিরিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে আচার্য হিসাবে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করবেন, এমনটাই বলা হয়েছিল ওই বিলে।