নয়া দিল্লি: সম্প্রতি রেশন দুর্নীতিতে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। বৃহস্পতিবার সে কথাই উঠে এসেছে আনন্দ বোস ও অমিত শাহের আলোচনায়। এদিন দিল্লিতে বৈঠক শেষে রাজ্যপাল জানিয়েছেন, ইডি আক্রান্ত হওয়ার কথা তিনি জানিয়েছেন শাহকে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে শাহজাহান শেখকে গ্রেফতার করা যাচ্ছে না কেন, সে বিষয়ে এদিন মুখ খুলতে চাননি রাজ্যপাল। তিনি বলেন, ‘একজন অপরাধীকে নিয়ে আমি কথা বলতে চাই না। আইন আইনের পথে চলবে।’
কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার যে টাকা বকেয়া আছে, সেই ইস্যুতে রাজভবনের সামনে ধরনা দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে সেই একই ইস্যুতে ধরনায় বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক সারলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার শাহের সঙ্গে দিল্লিতে গিয়ে বৈঠক করেন রাজ্যপাল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বাংলার মানুষ যাতে ন্যায়বিচার পায়, তার জন্য সব করবে কেন্দ্রীয় সরকার।
রাজ্যপাল জানান, বকেয়া টাকা বিষয়ে কথা হয়েছে বৈঠকে। যা বকেয়া আছে, তা ঠিক সময়ে দিয়ে দেওয়া হবে বলে দাবি করেছেন রাজ্যপাল। কেন্দ্রের এ বিষয়ে রাজ্যের কাছে কী কী প্রশ্ন আছে, তা নিয়েও আলোচনা হয়েছে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ রাজ্যের আইন-শৃঙ্খলার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।