CV Anand Bose: ‘পুলিশকে কৃতকর্মের ফল ভুগতে হবে’, শাহজাহান গ্রেফতার না হওয়ায় কড়া বার্তা রাজ্যপালের

Sheikh Shahjahan case: শেখ শাহজাহানের ঘটনা প্রসঙ্গে রবিবার রাজ্য পুলিশের কাছে শাহজাহানের এখনও গ্রেফতারি না হওয়া নিয়ে জবাব তলব করেন রাজ্যপাল। তিনি জানতে চান, "রেশন কেলেঙ্কারিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? অভিযুক্ত শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করা হয়নি?"

CV Anand Bose: পুলিশকে কৃতকর্মের ফল ভুগতে হবে, শাহজাহান গ্রেফতার না হওয়ায় কড়া বার্তা রাজ্যপালের
শাহজাহান শেখের ঘটনা নিয়ে রাজভবনে সিআরপিএফ কর্তার সঙ্গে বৈঠক রাজ্যপাল সিভি আনন্দ বোসের।

| Edited By: Sukla Bhattacharjee

Jan 07, 2024 | 10:58 PM

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকেরা। তারপর ৪৮ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও শাহজাহানকে গ্রেফতার করা যায়নি। বলা ভাল, একেবারে বেপাত্তা শেখ শাহজাহান। এবার এই ঘটনা নিয়ে রাজ্য পুলিশ-প্রশাসনের কাছে জবাব তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু তাই নয়, শাহজাহানকে গ্রেফতার করতে না পারার দায় কার্যত পুলিশের উপর চাপিয়ে কড়া হুঁশিয়ারিও দিলেন রাজ্যপাল।

রাজভবন সূত্রে খবর, শেখ শাহজাহানের ঘটনা প্রসঙ্গে রবিবার রাজ্য পুলিশের কাছে শাহজাহানের এখনও গ্রেফতারি না হওয়া নিয়ে জবাব তলব করেন রাজ্যপাল। তিনি জানতে চান, “রেশন কেলেঙ্কারিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? অভিযুক্ত শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করা হয়নি?” শাহজাহান সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে চলে গিয়েছেন বলে জল্পনা শুরু হয়েছে। এদিন সে ব্যাপারেও স্পষ্ট জবাব তলব করেছেন রাজ্যপাল। শাহজাহান ভারতে রয়েছেন নাকি সীমান্ত অতিক্রম করেছেন তা স্পষ্ট করে জানাতে বলেন বোস। একইসঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল বোসের কড়া বার্তা, “শাহজাহানকে গ্রেফতার করতে না পারার ব্যর্থতা কোন পুলিশ অফিসারদের? তাঁদের শাস্তি দিন।” পাশাপাশি রাজ্য পুলিশের প্রতি রাজ্যপালের হুঁশিয়ারি, “চোর পুলিশ খেলা বন্ধ করুন। পুলিশকে কৃতকর্মের ফল ভুগতে হবে।”

প্রসঙ্গত, শেখ শাহজাহানের ঘটনা নিয়ে ইতিমধ্যে CRPF এবং ED কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই বৈঠকের পরই রাজ্যের পুলিশ প্রশাসনের প্রতি ক্ষোভ উগরে দেন তিনি।