Governor CV Ananda Bose: আদ্রার মৃত তৃণমূল নেতার বাড়িতে ফোন রাজ্যপালের, রবিবার যাচ্ছেন মলয় ঘটক

Deeksha Bhuiyan | Edited By: জয়দীপ দাস

Jun 24, 2023 | 7:41 PM

Governor CV Ananda Bose: বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়ার আদ্রা শহরের পুরাতন বাজার এলাকায় এসেছিলেন ধনঞ্জয়। গিয়েছিলেন দলীয় কর্যালয়ে। সেখানেই খুন হয়ে যান ওই তৃণমূল নেতা।

Governor CV Ananda Bose: আদ্রার মৃত তৃণমূল নেতার বাড়িতে ফোন রাজ্যপালের, রবিবার যাচ্ছেন মলয় ঘটক
গ্রাফিক্স - শুভ্রনীল দে
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: আদ্রায় নিহত তৃণমূল (Trinamool Congress) নেতার পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। সূত্রের খবর, এদিন বিকালে পুরুলিয়ায় নিহত তৃণমূল নেতার দাদার সঙ্গে কথা বলেছেন তিনি। পরিবারের সদস্যরা এখন কী চাইছেন তা তিনি জানতেও চান। পরিবারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, তাঁরা অভিযুক্তদের কড়া শাস্তি চান। ইতিমধ্যে রাজ্যপাল পুরো বিষয়টি নির্বাচন কমিশনে জানানোর আশ্বাসও দিয়েছেন বলে খবর। পাশাপাশি এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য করার কথাও জানিয়েছেন তিনি। মৃত তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবের ভাইয়ের থেকে ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নম্বর ও আধার কার্ডের তথ্যও চেয়েছেন।

অন্যদিকে রবিবারই আবার ধনঞ্জয় চৌবের বাড়িতে যাচ্ছেন আইনমন্ত্রী মলয় ঘটক। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়ার আদ্রা শহরের পুরাতন বাজার এলাকায় এসেছিলেন ধনঞ্জয়। গিয়েছিলেন দলীয় কর্যালয়ে। অভিযোগ সেখানেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় ধনঞ্জয়কে। চলে তিন রাউন্ড গুলি। হাসপাতালে নিয়ে গেলেও হয়নি শেষ রক্ষা। মৃত্যুর কোলে ঢোলে পড়েন ওই তৃণমূল নেতা। গুলিবদ্ধ হন তাঁর দেহরক্ষী শেখর দাস।

এদিকে যে বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল তদন্তে নেমে সেটিকে আগেই উদ্ধার করে পুলিশ। তারপরই পঞ্চায়েত ভোটের কংগ্রেস প্রার্থী আরসাদ হোসেন এবং তাঁর বন্ধু মহম্মদ জামালকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে আরসাদের বাড়ি আদ্রা থানার চুনাভাটি গ্রামে। বন্ধু জামালের বাড়ি ওই থানা এলাকার বেনিয়াশোন এলাকায়। ইতিমধ্যেই দুজনের ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। খোঁজ চলছে আরও একজনের। এদিকে অসমর্থিত সূত্রে খবর, ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের হিংসার বলি হয়েছেন ৯ জন।

Next Article