CV Ananda Bose: ডাক্তারদের পর্যবেক্ষণে রাজ্যপাল সিভি আনন্দ বোস, কী হল আবার?

CV ananda Bose: বস্তুত, মুর্শিদাবাদ ও মালদহের অশান্তির ঘটনার পর সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে গত এপ্রিল মাসের মাঝামাঝি মুর্শিদাবাদ যান রাজ্যপাল বোস। অশান্তির ঘটনায় যারা আক্রান্ত, সেই পরিবারগুলির সঙ্গে দেখা করেন তিনি।

CV Ananda Bose: ডাক্তারদের পর্যবেক্ষণে রাজ্যপাল সিভি আনন্দ বোস, কী হল আবার?
রাজ্যপাল সিভি আনন্দ বোস (ফাইল ফোটো)

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 27, 2025 | 9:37 PM

কলকাতা: ফের বাইপাসের হাসপাতালে অবজারভেশনে রাজ‍্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। আজ মঙ্গলবার রুটিন চেকআপের জন্য ফের তাঁকে বাইপাসের ধারে অবস্থিত ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, বিকেলের পর চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন তাঁকে ফের ভর্তি করে পর্যবেক্ষণে রাখার ব্যাপারে।

বস্তুত, মুর্শিদাবাদ ও মালদহের অশান্তির ঘটনার পর সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে গত এপ্রিল মাসের মাঝামাঝি মুর্শিদাবাদ যান রাজ্যপাল বোস। অশান্তির ঘটনায় যারা আক্রান্ত, সেই পরিবারগুলির সঙ্গে দেখা করেন তিনি। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। পাশে থাকার বার্তা দেন তিনি। সেখান থেকে ফেরত এসে বুকে ব্যথা অনুভব করেন তিনি। প্রথমে তাঁকে কম‍্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

তবে চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর হার্টের অবস্থা ভাল না। সেখানে তাঁর বাইপাস সার্জারি করা হয়। এরপর ১৫ মে রাজভবনে ফেরত আসেন তিনি। আজ মঙ্গলবার
রুটিন চেক আপ করতে ফের তাঁকে বাইপাসের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখতে চেয়েছেন চিকিৎসকরা।