কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদ থেকে সরানো হল ভাস্কর গুপ্তকে। শুক্রবার আচমকা এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে রাজ্য়পাল তথা আচার্য সি ভি আনন্দ বোসের তরফে। যাদবপুরে সাম্প্রতিক অশান্তির পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এবার তাঁকে অপসারিত করা হল। আপাতত উপাচার্যহীন হয়ে পড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
ভাস্কর গুপ্ত জানিয়েছেন, তিনি কোনও চিঠি পাননি। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের কাছে ইতিমধ্যেই রাজভবন থেকে চিঠি এসে গিয়েছে। সেই চিঠি অনুযায়ী ২৭ মার্চ থেকে কার্যকর হচ্ছে অর্ডার। অর্থাৎ আজ, শুক্রবার থেকে তিনি আর উপাচার্য পদে নেই।
পরবর্তী উপাচার্য হিসেবে কে দায়িত্ব পাবেন, তা এখনও ঠিক হয়নি। চলতি মাসেই যাদবপুরে এক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি সভায় যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। বিক্ষোভের মুখে অসুস্থও হয়ে পড়েছিলেন তিনি। মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হন যাদবপুরের এক ছাত্রও। সেই টালমাটাল পরিস্থিতির মধ্যেই সরানো হল উপাচার্যকে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, এভাবে বিশ্ববিদ্যালয়কে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হল। যাদবপুরকে শাটডাউন করে দেওয়া হল। অবসরের মাত্র তিন দিন আগে উপাচার্য়কে সরিয়ে তাঁকে অপমান করা হল বলে দাবি করেছেন ব্রাত্য বসু। এই বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানিয়েছেন ব্রাত্য।