AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Governor Bose: রাজ্যপালকে খুনের হুমকি, বোস জানালেন, তিনি কলকাতায় সিকিউরিটি ছাড়াই ঘুরতে চান

Governor CV Ananda Bose: এ দিন রাজ্যপাল বলেন, "আমি প্রস্তাব দিয়েছিলাম নিরাপত্তারক্ষী ছাড়াই রাস্তায় ঘুরবো। আমার নিরাপত্তা রক্ষীরা তার কর্তব্যের স্বার্থে আমাকে অনুমতি দেয়নি।" তিনি এও আশা করছেন ,কলকাতার মানুষ তাঁকে নিরাপত্তা দেবেন। তাঁর কিছুই হবে না বলে জানিয়েছেন। বস্তুত, জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান রাজ্যপাল।

Governor Bose: রাজ্যপালকে খুনের হুমকি, বোস জানালেন, তিনি কলকাতায় সিকিউরিটি ছাড়াই ঘুরতে চান
সিভি আনন্দ বোস, রাজ্যপালImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 09, 2026 | 12:40 PM
Share

কলকাতা: রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালকে খুনের হুমকি। আর সেই হুমকি দিয়ে রাজ্যপালের উদ্দেশে একটি মেইল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর, যাতে লেখা আছে ‘Will Blast Him’। মেইল আসার পরই বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যপালের নিরাপত্তা। ঘটনায় ইতিমধ্যেই আটক হয়েছেন একজন। আর এই নিয়েই মুখ খুললেন তিনি। তবে তার কারণে যে রাজ্যপাল একটুও ভীত নন সেই কথা জানালেন তিনি।

এ দিন রাজ্যপাল বলেন, “আমি প্রস্তাব দিয়েছিলাম নিরাপত্তারক্ষী ছাড়াই রাস্তায় ঘুরবো। আমার নিরাপত্তা রক্ষীরা তার কর্তব্যের স্বার্থে আমাকে অনুমতি দেয়নি।” তিনি এও আশা করছেন ,কলকাতার মানুষ তাঁকে নিরাপত্তা দেবেন। তাঁর কিছুই হবে না বলে জানিয়েছেন। বস্তুত, জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান রাজ্যপাল।

এ দিন, সাংবাদিকরা শুক্রবারের ঘটনা নিয়ে রাজ্যপালের প্রতিক্রিয়া চান। তিনি বলেন, “আমি এই বিষয়ে ঢুকতে চাই না। এটি সম্পূর্ণ জুডিশিয়াল ম্যাটার। সরকারি কর্মীকে কাজে বাধা দান এটা ক্রিমিনাল অফেন্স।যদি কেউ কোনও সংবিধানিক অথিরিটির কাউকে বাধা দেন, তাহলে তার পদে থাকার অধিকার নেই। কোনও ব্যক্তি যত উঁচু পদেই থাকুন, তিনি তাঁর দায়িত্ব পালনে দায়বদ্ধ।”

এখানে উল্লেখ্য, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল প্রশ্ন তুলেছেন একাধিকবার। সদ্যই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন তিনি। রাজ্যের উন্নতির স্বার্থে কী কী প্রয়োজন, তা নিয়ে একটি ইস্তেহার প্রকাশ করেন তিনি। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছেন তিনি। সাংবিধানিক দায়িত্বে থেকে গত কয়েক বছরে তিনি যা দেখেছেন, বুঝেছেন, সেটাই রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন বলে দাবি রাজ্যপালের।