‘Will Blast Him’, রাজ্যপালকে খুনের হুমকি! তড়িঘড়ি খবর গেল শাহের কাছে
C V Ananda Bose: সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এই হুমকি মেইল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবগত করা হয়েছে। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন বোস। বাংলার উন্নতির জন্য কী কী করা প্রয়োজন, তা নিয়ে রাষ্ট্রপতির কাছে একটি ইস্তেহার প্রকাশ করেন রাজ্যপাল।

কলকাতা: রাজ্যের সঙ্গে সংঘাতে বারবারই শিরোনামে এসেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়েও একাধিকবার মুখ খুলেছেন তিনি। আর এবার সেই রাজ্যপালকেই খুনের হুমকি! হুমকি দিয়ে রাজ্যপালের উদ্দেশে একটি মেইল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর, যাতে লেখা আছে ‘Will Blast Him’। মেইল আসার পরই বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যপালের নিরাপত্তা।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বৃহস্পতিবার ওই মেইল আসে রাজ্যপালের কাছে। এরপরই বিষয়টি জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এরপর রাতেই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় রাজ্যপালের। রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ ও সিআরপিএফ। সূত্রের খবর, এই প্রথমবার নয়, আগেও এভাবে হুমকি দেওয়া হয়েছে রাজ্যপালকে।
এই মেইল পাওয়ার পর রাজ্যপাল সিদ্ধান্ত নিয়েছেন, শুক্রবার কোনও নিরাপত্তারক্ষী ছাড়াই পথে নামবেন তিনি। হাঁটবেন রাস্তায়। তিনি আশা করছেন, কলকাতার সাধারণ মানুষ তাঁকে নিরাপত্তা দেবে। উল্লেখ্য, রাজ্যপাল জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান।
West Bengal Governor CV Ananda Bose received a threatening email stating, ‘Will Blast Him’. The Governor’s security has been increased. The matter has been briefed to the Union Home Minister and the state police and CRPF are now acting in unison to protect the Governor. A…
— ANI (@ANI) January 8, 2026
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল প্রশ্ন তুলেছেন বহুবার। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন তিনি। রাজ্যের উন্নতির স্বার্থে কী কী প্রয়োজন, তা নিয়ে একটি ইস্তেহার প্রকাশ করেন তিনি। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছেন তিনি। সাংবিধানিক দায়িত্বে থেকে গত কয়েক বছরে তিনি যা দেখেছেন, বুঝেছেন, সেটাই রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন বলে দাবি রাজ্যপালের।
