কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার সন্ধ্যায় বিদেশ সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। তার কয়েক ঘণ্টার মধ্যে বোস চিঠি পাঠালেন মমতাকে। কী বিষয়ে এই চিঠি তা অবশ্য জানা যায়নি। যদিও রাজভবন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বিদেশ সফর কেমন হল, তা জানতে চেয়েই এই চিঠি দিয়েছেন রাজ্যপাল। এটি একেবারেই ব্যক্তিগত চিঠি বলে জানা গিয়েছে রাজভবন সূত্রে।
মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের চিঠি এই প্রথম নয়। মুখ্যমন্ত্রী স্পেন সফরে যাওয়ার আগেও চিঠি পাঠিয়েছিলেন সিভি আনন্দ বোস। সেই চিঠিও ব্যক্তিগত বলে জানা গিয়েছিল। সেই চিঠির বিষয়ে রাজনীতির কারবারিদের আগ্রহ কম ছিল না। কিন্তু চিঠি নিয়ে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দুজনেই মুখে কুলুপ এঁটেছিলেন। রাজ্যপাল বলেছিলেন রহস্য রহস্যতেই আটতে থাকুক। অন্যদিকে বিদেশযাত্রার আগে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলেও চিঠির বিষয়বস্তু নিয়ে কোনও কথা বলেননি মুখ্যমন্ত্রী।
রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে চিঠি চালাচালি চললেও রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে দ্বন্দ্ব কমার কোনও লক্ষণ দেখা যায়নি। একাধিক ইস্যুতে দুই পক্ষের মধ্যে বিবাদ চরমে পৌঁছেছে। উপাচার্য নিয়োগ ইস্যু নিয়ে শনিবারও রাজ্যপালকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এমনকি রাজ্যপাল পদের অবলুপ্ত করারও দাবি জানিয়েছেন মমতা সরকারের মন্ত্রী।