
কলকাতা: ভিন রাজ্যে কাজে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে সুর চড়িয়েই চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলেও উঠেছে ঝড়। আসন্ন বিধানসভা নির্বাচনে এই ইস্যু যে বড় ছাপ রাখতে চলেছে তা এথায় মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ। বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্য থেকে ফিরে এলে তাঁদের পাশে দাঁড়ানোর কথা বলছে সরকার। চালু হচ্ছে শ্রমশ্রী। এই আবহে এবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সোজা কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়ে সরব, তাঁদের ফিরে আসার কথা বলছেন, তখন কেন এখানকার মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে কাজে যাচ্ছেন তা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস! এ রাজ্যে কাজ না থাকা এবং কম মজুরি, কোনও সামাজিক সুরক্ষা না থাকার কথা জানিয়ে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে চিঠি বোসের!
সূত্রের খবর, রাজ্যপাল সাতটা সুপারিশ করেছেন। প্রায় আট পাতার সুপারিশ। বাংলার গ্রামাঞ্চলে কাজের অভাব এবং মজুরি কম। একইসঙ্গে উল্লেখ করছেন, এখানের পরিসংখ্যান অনুযায়ী ২১ লাখের বেশি পরিযায়ী শ্রমিক বাইরে আছে।
‘শ্রমশ্রী’ প্রকল্পের কথা ঘোষণা করে মমতা সাফ জানিয়েছিলেন, মন্ত্রিসভাতেই এই নতুন প্রকল্প পাশ হয়েছে। কোনও বাংলার কোনও পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য ছেড়ে বাংলায় এসে থাকতে চাইলে তাঁদের আর্থিক সাহায্য করবে সরকার। এককালীন দেওয়া হবে ৫ হাজার টাকা। পরে মাসে মাসে ৫ হাজার দেওয়া হবে। স্বাস্থ্যসাথী সহ অন্যান্য সুযোগ মিলবে।