Kolkata Book Fair: বইপ্রেমীদের জন্য বিরাট সুখবর, বইমেলার আগেই বড় উদ্যোগের কথা জানিয়ে দিল মেট্রো

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Jan 26, 2025 | 10:52 AM

Kolkata Book Fair: শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের উদ্দেশ্যে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫ মিনিটে। উল্টোপথে প্রথম মেট্রো সাতটা বেজে পাঁচ মিনিটে। শিয়ালদহ থেকে রাতের শেষ মেট্রো ৯টা ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে।

Kolkata Book Fair: বইপ্রেমীদের জন্য বিরাট সুখবর, বইমেলার আগেই বড় উদ্যোগের কথা জানিয়ে দিল মেট্রো
চলবে স্পেশ্য়াল মেট্রো
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে এবারের কলকাতা বইমেলা। সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই বইমেলা উপলক্ষেই গ্রিন লাইনে চলবে স্পেশ্যাল মেট্রো। রবিবারও পাওয়া যাবে মেট্রো। শনিবারই বিবৃতি জারি করে তা জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা মেট্রোর তরফে। 

শিয়ালদহ ও সেক্টর ফাইভের মধ্যে সোমবার থেকে শনিবারের মধ্যে প্রতিদিন আপ ও ডাউন লাইনে ১০৬টি মেট্রো চলে। কিন্তু বইমেলার সময়ে সংখ্যাটা বেড়ে হচ্ছে ১২২। আপ লাইনে চলবে ৬১টি মেট্রো। ডাউন লাইনেও সমসংখ্যক মেট্রো চলবে। তবে অন্যান্য দিন সকালের যে সময়ে প্রথম মেট্রো চলে বইমেলার সময়েও প্রত্যহ তাই চলবে। রাতের শেষ মেট্রোর ক্ষেত্রেও সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের উদ্দেশ্যে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫ মিনিটে। উল্টোপথে প্রথম মেট্রো সাতটা বেজে পাঁচ মিনিটে। শিয়ালদহ থেকে রাতের শেষ মেট্রো ৯টা ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে। বইমেলা যতদিন চলবে ততদিন দুপুর ২টো বেজে ৫ মিনিট থেকে রাত ৯টা বেজে ১৫ মিনিটের মধ্যে প্রতি ১২ মিনিট অন্তর পরিষেবা পাওয়া বলে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে। বইমেলা পার্কের সবথেকে কাজের স্টেশন হিসাবে থাকছে করুণাময়ী ও সেন্ট্রাল পার্ক। যাত্রীদের ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা থাকছে এই দু’টি স্টেশনেও। 

Next Article