Kolkata Metro: কলকাতার মেট্রো যাত্রীদের জন্য দারুণ সুখবর! ৫ অগস্ট থেকেই বদলে যাচ্ছে অনেক কিছু

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Jul 30, 2024 | 2:45 PM

Kolkata Metro: ওয়াকিবহাল মহলের মতে, নতুন রুট চালুর পর থেকে ভালই ভিড় হচ্ছে রুবি সহ আশপাশের মেট্রো স্টেশনে। বিশেষত, বেশি ভিড় হচ্ছে সকালে অফিস যাত্রা ও বিকালে অফিস ফিরতি টাইমে। এখন মেট্রোর নয়া সিদ্ধান্তের ফলে রুবি মোড় থেকে গড়িয়া স্টেশনে গিয়ে ট্রেন ধরতে বহু মানুষের সুবিধা হবে।

Kolkata Metro: কলকাতার মেট্রো যাত্রীদের জন্য দারুণ সুখবর! ৫ অগস্ট থেকেই বদলে যাচ্ছে অনেক কিছু
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: কলকাতার মেট্রো যাত্রীদের জন্য ফের সুখবর। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবার সময় ক্ষণ বেড়ে গেল। এমনকি বাড়তি মেট্রো রেক চালানো হবে সংশ্লিষ্ট মেট্রো স্টেশনে। এতদিন আপ এবং ডাউন লাইন মিলিয়ে মোট ৪৮টি রেক চলতো। এবার তা বেড়ে দাঁড়াল ৭৪। একইসঙ্গে মেট্রো পরিষেবা দু’দিকের স্টেশন থেকেই সকাল ৮ টা থেকে চালু হবে বলে নতুন বিবৃতিতে জানিয়েছে কলকাতা মেট্রো। এতদিন তা ছিল সকাল ৯ টা থেকে। 

অন্যদিকে বিকাল ৪ টে বেজে ৪০ মিনিটে মিলত শেষ মেট্রো। এই সময়ও বেড়ে যাচ্ছে। এখন থেকে তা বেড়ে দাঁড়াল রাত ৮ টা পর্যন্ত। যাত্রী সংখ্যা বাড়াতেই এই সিদ্ধান্ত মেট্রো রেলের। মেট্রোর তরফে নতুন বিবৃতিতে জানানো হয়েছে আগামী পাঁচ অগস্ট থেকে নয়া সময়সীমা চালু হচ্ছে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত। 

ওয়াকিবহাল মহলের মতে, নতুন রুট চালুর পর থেকে ভালই ভিড় হচ্ছে রুবি সহ আশপাশের মেট্রো স্টেশনে। বিশেষত, বেশি ভিড় হচ্ছে সকালে অফিস যাত্রা ও বিকালে অফিস ফিরতি টাইমে। এখন মেট্রোর নয়া সিদ্ধান্তের ফলে রুবি মোড় থেকে গড়িয়া স্টেশনে গিয়ে ট্রেন ধরতে বহু মানুষের সুবিধা হবে। অন্যদিকে, এরইমধ্যে আবার কলকাতার তিন মেট্রো স্টেশনে ভিড় কম হওয়ায় চিরতরে টিকিট কাউন্টার তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। উল্টে পুরোটাই করে দেওয়া হচ্ছে ডিজিট্যাল। যাত্রীরা নিজেরাই ASCRM মেশিন থেকে কাটতে পারবেন টিকিট। তালিকায় রয়েছে পার্পল লাইনের তারাতলা ও  সখেরবাজার মেট্রো স্টেশন এবং অরেঞ্জ লাইনের কবি সুকান্ত স্টেশন। মেট্রো সূত্রে খবর, কবি সুকান্ত মেট্রো স্টেশনে প্রতিদন গড়ে ২২০ জন যাত্রী হয়। সেখানে বাকি দুই স্টেশনে যাত্রী সংখ্যা আরও কম। সে কারণেই এমন সিদ্ধান্ত। ১ অগস্ট থেকেই কাউন্টারবিহীন স্টেশন হিসাবে আত্মপ্রকাশ করছে এই তিন স্টেশন। 

Next Article