
কলকাতা: গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ হল এ আই প্রযুক্তি! এই বিষয়েই সতর্কতামূলক আলোচনার উদ্যোগ নিয়েছে GreenAI Services Pvt. Ltd। কীভাবে Red AI-এর বদলে GreenAI ব্যবহার করা সম্ভব, সেটাই বোঝাতে চায় এই সংস্থা। আর সেই অনুষ্ঠান থেকেই শুরু হল GreenAI মুভমেন্ট। সোমবার কলকাতায় এই সংক্রান্ত আলোচনার আয়োজন করা হয়।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, দেশের সংস্কৃতির রাজধানী শহর কলকাতা থেকে এআই ইকোসিস্টেম তৈরি করা হবে। অন্যান্য আইটি ফার্মের থেকে আলাদা এই GreenAI সংস্থা, যারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। নিজেদের সংস্কৃতির ভিত্তি ঠিক রেখেই এই কাজ করছে GreenAI। মাল্টিলিঙ্গুয়াল এআই, ক্রস লিঙ্গুয়াল এআই, লিগাল ইনটেলিজেন্সের মতো বিষয়েও জোর দেওয়া হয়েছে।
এদিনের আলোচনার বিষয় ছিল Red AI বনাম Green AI। কলকাতায় এই সংস্থা কীভাবে কাজ করবে, সেই তথ্যও তুলে ধরা হয়। এছাড়া ‘ক্যাম্পাস বনাম কর্পোরেট’-এই শীর্ষক একটি প্যানেল ডিসকাশনেরও আয়োজন করা হয়েছিল।