Sealdah Station: অদ্ভুতভাবে নড়ছিল ব্যাগটা, শিয়ালদহ স্টেশনে তল্লাশি! যা বের হল তা দেখে হতবাক পুলিশ

Rare Turtles: রেল পুলিশ সূত্রে খবর, শিয়ালদহ স্টেশনে রুটিন টহল দেওয়ার সময় ওই দুই ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। তাঁদের সঙ্গে থাকা ব্যাগগুলিতে অস্বাভাবিক নড়াচড়া দেখা যায়। তা দেখেই দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ।

Sealdah Station: অদ্ভুতভাবে নড়ছিল ব্যাগটা, শিয়ালদহ স্টেশনে তল্লাশি! যা বের হল তা দেখে হতবাক পুলিশ
গ্রেফতার ২ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jan 19, 2026 | 10:01 PM

বিধাননগর: একটা-দু’টো নয়, একেবারে দু’শোর বেশি। ভিন রাজ্য থেকে বড় সংখ্যায় বিরল প্রজাতির কচ্ছপ পাচারের ছক বানচাল করল জিআরপি। শিয়ালদহ স্টেশন থেকে উদ্ধার হয়েছে কচ্ছপগুলিকে। হাতেনাতে ধরা পড়ল দু’জন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিজয় পাথারকাট এবং বাচ্চী নামের এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। এদিনই তাঁদের তোলা হয় বিধাননগর আদালতে। বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 

রেল পুলিশ সূত্রে খবর, শিয়ালদহ স্টেশনে রুটিন টহল দেওয়ার সময় ওই দুই ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। তাঁদের সঙ্গে থাকা ব্যাগগুলিতে অস্বাভাবিক নড়াচড়া দেখা যায়। তা দেখেই দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। আর তখনই বেরিয়ে আসে প্লাস্টিকে মোড়া একের পর এক জ্যান্ত কচ্ছপ। সংখ্যা গুনতে গিয়েই চোখ কপালে উঠে যায় পুলিশের। একটা, দু’টো নয়, দেখা যায় ব্যাগে ছিল ২১৪টি বিরল প্রজাতির কচ্ছপ। 

পুলিশ ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত খবর দেয় বন দফতরের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলকে। খবর পেয়ে দ্রুত ছুটে আসেন বন দফতরের আধিকারিকরা। উদ্ধার করা হয় কচ্ছপগুলিকে। তারপরই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা এই বিপুল পরিমাণ কচ্ছপ কোথা থেকে এনেছিল, কোথায় পাচারের ছক কষেছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। জোরকদমে চলছে জিজ্ঞাসাবাদ। 

পাশাপাসি উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে ইতিমধ্যেই নিরাপদ স্থানে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। শনিবারই ধৃতদের বিধাননগর আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তদন্তে গতি বাড়াচ্ছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল। এখন দেখার এর পিছনে বড় কোনও চক্রের খোঁজ মেলে কিনা।