Dumdum: রাত থেকে ঝুলছে দেহ, সবাই দেখছে, কেউ নামাচ্ছে না! অবাক করা ঘটনা দমদমে রেল লাইনের ধারে

Dumdum: দমদমের বেদিয়াপাড়ায় রেললাইনের ধারে একটি গাছে ওই ঝুলন্ত দেহ দেখা গিয়েছে। ৩০এ বাসস্ট্যান্ড এবং দমদম স্টেশনের মধ্যবর্তী অংশে ১ নম্বর রেললাইনের ধারের গাছ ঝুলছে এক ব্যক্তির দেহ।

Dumdum: রাত থেকে ঝুলছে দেহ, সবাই দেখছে, কেউ নামাচ্ছে না! অবাক করা ঘটনা দমদমে রেল লাইনের ধারে
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 18, 2025 | 11:10 AM

দমদম: রেল লাইনের ধারে একটি গাছে ঝুলন্ত দেহ চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। সোমবার রাতেই ওই দেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। রাত পেরিয়ে সকাল হয়েছে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, দেহ এখনও ওখানেই ঝুলছে! পুলিশ ডেকেও কোনও লাভ হয়নি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেহ উদ্ধার হলে তবেই আসল কারণ জানতে পারবে পুলিশ। কিন্তু এখনও সে ব্যাপারে কোনও তৎপরতা দেখা যাচ্ছে না।

দমদমের বেদিয়াপাড়ায় রেললাইনের ধারে একটি গাছে ওই ঝুলন্ত দেহ দেখা গিয়েছে। ৩০এ বাসস্ট্যান্ড এবং দমদম স্টেশনের মধ্যবর্তী অংশে ১ নম্বর রেললাইনের ধারের গাছ ঝুলছে এক ব্যক্তির দেহ। ঝুলন্ত দেহটি কোন থানার আওতায়, তা নিয়েই শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। সিঁথি থানা, দমদম জিআরপি, নাগেরবাজার থানার মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সোমবার সন্ধ্যায় ছ’টা থেকে দেহ গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে। থানার দ্বন্দ্ব না মেটায় দেহ এখনও গাছ থেকে নামানো হয়নি বলে এলাকার বাসিন্দাদের দাবি। উপস্থিত পুলিশকর্মীরা প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।