Hare School: টিভিনাইন বাংলার খবরের জের, হেয়ার স্কুলের ক্লাসরুম পরিষ্কারে উদ্যোগী শিক্ষা দফতর

সুমন মহাপাত্র | Edited By: সায়নী জোয়ারদার

Jul 14, 2023 | 7:00 AM

Hare School: ২০০ বছরের বেশি হেয়ার স্কুলের ইতিহাস। বহু অম্লান স্মৃতি নিয়ে কলেজ স্ট্রিটের বুকে দাঁড়িয়ে আছে হেয়ার স্কুল। বিজ্ঞান, সাহিত্য থেকে সংস্কৃতির ক্ষেত্র, দুই শতাব্দীজুড়ে সমৃদ্ধ করেছেন এই স্কুলের প্রাক্তনীরা।

Hare School: টিভিনাইন বাংলার খবরের জের, হেয়ার স্কুলের ক্লাসরুম পরিষ্কারে উদ্যোগী শিক্ষা দফতর
হেয়ার স্কুল।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: টিভি নাইন বাংলার খবরের জের। হেয়ার স্কুলের সমস্যা সমাধানে উদ্যোগী হল শিক্ষা দফতর। বিদ্যালয় পরিদর্শককে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে তারা। আপাতত চুক্তিভিত্তিক সাফাই কর্মী নিয়োগ করে স্কুল পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দ্রুত স্থায়ী কর্মীও নিয়োগ করা হবে বলে আশ্বাস শিক্ষা দফতরের। বহু ঐতিহ্য়ের সাক্ষী এই হেয়ার স্কুল। দুই শতাব্দী পার করেছে কলেজ স্ট্রিটের এই বিদ্যালয়। দীনবন্ধু মিত্র, জগদীশচন্দ্র বসু, প্রমথেশ বড়ুয়ারা এই স্কুলের প্রাক্তনী। অথচ এ স্কুলের ক্লাসরুম দেখলে চমকে উঠতে হয়। ক্লাসরুম যেন নোংরা ফেলার জায়গা। শৌচালয়ে ঢুকলে গুলিয়ে উঠবে গা। অভিযোগ, স্কুলে কোনও সাফাই কর্মী নেই। ফলে একদিকে নোংরা জমছে, অন্যদিকে চলছে পঠনপাঠন।

২০০ বছরের বেশি হেয়ার স্কুলের ইতিহাস। বহু অম্লান স্মৃতি নিয়ে কলেজ স্ট্রিটের বুকে দাঁড়িয়ে আছে হেয়ার স্কুল। বিজ্ঞান, সাহিত্য থেকে সংস্কৃতির ক্ষেত্র, দুই শতাব্দীজুড়ে সমৃদ্ধ করেছেন এই স্কুলের প্রাক্তনীরা। ব্রিটিশ স্থাপত্যশৈলিতে তৈরি এই স্কুল। অথচ বর্তমানে অযত্নে সেই স্কুলেরই কোণে কোণে ডাস্টবিন উপচে পড়া ময়লা।

পড়ুয়ারা বলছে, তারা নিজেরাই পরিষ্কার করে নেয় খুব নোংরা মনে হলে। অভিভাবকরা বলছেন, খুবই নোংরা। বাচ্চাগুলো বাথরুমে যেতে পারে না। টয়লেট চেপে বসে থাকে। একবার নাকি স্কুল কর্তৃপক্ষকে জানানো হলে, তা পরিষ্কারও করা হয়। তবে ইদানিং সেই এক সমস্যা শুরু হয়েছে। বেহাল অবস্থা নিয়ে বারবার প্রধান শিক্ষককে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ অভিভাবকদের। এ খবর টিভি নাইন বাংলা তুলে ধরতেই শিক্ষা দফতরের তৎপরতা শুরু। অস্থায়ী সাফাই কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Next Article