AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur: দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ থেকে রিপোর্ট তলব স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার

Health Department: ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। দফায় দফায় ওই মেডিকেল কলেজে বিক্ষোভ দেখাতে দেখা যায় বামেদের। কলেজের পড়ুয়ারাও বিক্ষোভে সামিল হন। নিরাপত্তার দাবিও তোলেন। এবার ঘটনাতেই কলেজ থেকে রিপোর্ট স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার।

Durgapur: দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ থেকে রিপোর্ট তলব স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার
তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহল Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 11, 2025 | 1:38 PM
Share

কলকাতা: দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের গণধর্ষণেরর অভিযোগকে কেন্দ্র করে ফের তোলপাড় রাজ্য। ওড়িশা থেকে বাংলায় পড়তে এসে ভয়াবহ নির্যাতনের শিকার দ্বিতীয়বর্ষের ছাত্রী। এবার বেসরকারি মেডিকেল কলেজের কাছ থেকে রিপোর্ট তলব স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার। জানালেন স্বাস্থ্য সচিব। এদিকে এ ঘটনায় ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। প্রতিবাদে সরব হয়েছে বিজেপি, সিপিএম। এদিকে এর আগে আরজি করের ঘটনার সময় সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তা যাতে জোরদার থাকে সে বিষয়ে একাধিক পদক্ষেপ করতে হয়েছিল রাজ্যের স্বাস্থ্য দফতরকে। এবার ফের আরও এক মেডিকেল কলেজের পাশে এই ভয়াবহ ঘটনায় চিন্তা বেড়েছে স্বাস্থ্য দফতরেরও। 

সূত্রের খবর, দুর্গাপুরের ওই বেসরকারি মেডিকেল কলেজের কাছে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলির বিষয়ে বিশদে জানতে চাইছে স্বাস্থ্য দফতর। সেই মর্মেই রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পদক্ষেপ করতে বলা হয়েছে। এদিকে এ ঘটনায় ইতিমধ্যেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অচর্না মজুমদার। আরজি কর থেকে কসবার ল কলেজের ঘটনার রেশ ধরে তিনি বলছেন, সঠিক সময়ে দোষীদের শাস্তি না হওয়ার কারণেই লাগাতার এই ধরনের ঘটনার বাড়বাড়ন্ত। 

এদিকে ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। দফায় দফায় ওই মেডিকেল কলেজে বিক্ষোভ দেখাতে দেখা যায় বামেদের। কলেজের পড়ুয়ারাও বিক্ষোভে সামিল হন। নিরাপত্তার দাবিও তোলেন। অভিযোগ, শুক্রবার সন্ধ্যার পর এক সহপাঠীর সঙ্গে ফুচকা খেতে বেরিয়েছিলেন দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া। রাস্তাতেই তাঁদের পথ আটকায় একদল দুষ্কৃতী। টানতে টানতে ক্যাম্পাসের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। ধর্ষণের পর তরুণীর মোবাইলও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এদিকে ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও কোনও অভিযুক্তকেই এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।