Bridge of Bengal: দ্রুত করতে হবে রাজ্যের আড়াই হাজার ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা, নির্দেশ গেল পূর্ত দফতরের কাছে

Bridge of Bengal: প্রতি জেলার পূর্ত দফতরের আধিকারিক এবং ইঞ্জিনিয়রদের কাছে এই নির্দেশ পৌঁছে গিয়েছে। তথ্য বলছে, সব মিলিয়ে এ রাজ্যে প্রায় ২৫০০ র মতো ছোট- বড় ব্রিজ আছে। তবে কতদিনের মধ্যে এই কাজ শেষ করতে হবে তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

Bridge of Bengal: দ্রুত করতে হবে রাজ্যের আড়াই হাজার ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা, নির্দেশ গেল পূর্ত দফতরের কাছে
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jul 10, 2025 | 7:59 PM

কলকাতা: একদিন আগেই ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে গুজরাটে। ব্যস্ত সময়েই মাঝখান থেকে ভেঙে পড়ল আস্ত সেতু। ভদোদরায় মহিসাগর নদীর ওপর গম্ভীরা ব্রিজের ওই ভয়ঙ্কর অবস্থা চিন্তা বাড়িয়েছে গোটা দেশেরই। সেতু ভেঙে নদীতে পড়ে একাধিক গাড়ি। মৃত্য হয় একাধিক ব্যক্তির। ভয়ঙ্করভাবে ঝুলতে দেখা যায় আস্ত একটা ট্রাককে। এরইমধ্যে এবার নড়েচড়ে বসল রাজ্যও।

ইতিমধ্যেই রাজ‍্যের সব ক’টি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিল পূর্ত দফতর। যে সব সেতুর বয়স অনেকটাই হয়ে গিয়েছে, যেগুলি ভার বেশি বহন করে সেগুলির উপর বিশেষ নজর দিচ্ছে রাজ্য। প্রশাসনিক সূত্রে খবর, এরকম সেতুগুলির স্পেশাল ইনস্পেকশন করতে নির্দেশ দেওয়া হয়েছে পূর্ত দফতরের তরফে। 

প্রতি জেলার পূর্ত দফতরের আধিকারিক এবং ইঞ্জিনিয়রদের কাছে এই নির্দেশ পৌঁছে গিয়েছে। তথ্য বলছে, সব মিলিয়ে এ রাজ্যে প্রায় ২৫০০ র মতো ছোট- বড় ব্রিজ আছে। তবে কতদিনের মধ্যে এই কাজ শেষ করতে হবে তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। আজ থেকে প্রায় ৯ বছর আগে ভয়ঙ্কর উড়ালপুল বিপর্যয় দেখেছিল বাংলা। ২০১৬ সালের ৩১ মার্চ দিনের এক্কেবারে ব্যস্ত সময়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পোস্তার নবনির্মিত উড়ালপুলের একটা বড় অংশ। মৃত্যু হয়েছিল বহু মানুষের। তবে সেই ঘটনার প্রতিচ্ছবি যে আর দেখতে চাইছে না প্রশাসন তা নতুন উদ্যোগেই স্পষ্ট বলে মত ওয়াকিবহাল মহলের।