Nipah Virus: ভেন্টিলেশনে দুই নিপা আক্রান্ত, মুখ্যমন্ত্রী মমতাকে ফোন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর, চালু হেল্পলাইন

Nipah Virus in Bengal: বারাসতের হাসপাতালে কর্মরত ছিলেন ওই দুই নার্স। গত কয়েকদিন ধরে এক বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি আছেন তাঁরা। তাঁদের মধ্যে একজনের বাড়ি নদিয়ায় ও অপরজনের বাড়ি বর্ধমানের কাটোয়ায়। পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায় কন্ট্রাক্ট ট্রেসিং-এর কাজ চলছে।

Nipah Virus: ভেন্টিলেশনে দুই নিপা আক্রান্ত, মুখ্যমন্ত্রী মমতাকে ফোন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর, চালু হেল্পলাইন
Image Credit source: TV9 Bangla

Jan 13, 2026 | 9:08 AM

কলকাতা: প্রায় প্রত্যেক বছর কেরলের কোনও না কোনও শহরে নিপা আক্রান্তের খোঁজ পাওয়া যায়। তবে বাংলায় অনেক বছর বাদে ফিরল নিপা আতঙ্ক। ২০০১ সালে শিলিগুড়িতে ছড়িয়ে পড়েছিল এই ভাইরাস, আক্রান্ত হয়েছিলেন বহু মানুষ। আর এবার কলকাতার একেবারে কাছেই মিলেছে নিপা আক্রান্তের খোঁজ। ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছে আক্রান্ত দুই স্বাস্থ্যকর্মীর। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা।

সোমবার সাংবাদিক বৈঠক করে বাংলায় দুজনের নিপা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। তাঁরা জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই স্বাস্থ্যকর্মী নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কল্যাণী এইমস-এর ল্যাবরেটরিতে পরীক্ষা করে তাঁদের শরীরে নিপা ভাইরাস চিহ্নিত করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য পুনেতে পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন কেন্দ্রও।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এই বিষয়ে কথা বলতে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি জানিয়েছেন, পুরো পরিস্থিতি খতিয়ে দেখার জন্য কেন্দ্র থেকে একটি বিশেষজ্ঞ টিম পাঠানো হচ্ছে। বাংলায় আসছে ‘ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক টিম’। সেই টিমের সঙ্গে যাতে বাংলার স্বাস্থ্য় বিশেষজ্ঞরা সহযোগিতা করে কাজ করেন, সেই আর্জিই মমতাকে জানিয়েছেন নাড্ডা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বাংলার স্বাস্থ্য দফতর সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন মমতা।

এদিকে, আক্রান্ত দুই স্বাস্থ্যকর্মীর অবস্থাই সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছে তাঁদের। রাজ্যের তরফে তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল, ৯৮৭৪৭০৮৮৫৮,  ৯৮৩৬০৪৬২১২ ও  ০৩৩২৩৩৩০১৮০। বাদুড় খায় এমন ফল ও খেজুরের রস খেতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা।