Corona Update: করোনা উদ্বেগ কলকাতাতেও, সতর্ক করে চিঠি দিল কেন্দ্র

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 11, 2021 | 10:47 PM

Corona Update: ২৭টি জেলাকে আলাদাভাবে সতর্ক করা হয়েছে। এই তালিকায় কলকাতারও নাম রয়েছে।

Corona Update: করোনা উদ্বেগ কলকাতাতেও, সতর্ক করে চিঠি দিল কেন্দ্র
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: যে সব রাজ্যে করোনা (Coronavirus) সংক্রমণ এখনও বাড়ছে, সেই সব রাজ্যকে সতর্ক করে চিঠি পাঠাল কেন্দ্রীয় সরকার। করোনা সংক্রমণ নিয়ে রাজ্যগুলিকে সর্তক থাকার জন্য শনিবার চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। তার মধ্যে কয়েকটি রাজ্যের একাধিক জেলাকেও চিহ্নিত করেছে কেন্দ্র। ২৭টি জেলাকে আলাদাভাবে সতর্ক করা হয়েছে। এই তালিকায় কলকাতারও নাম রয়েছে।

মিজোরাম, কেরল এবং সিকিম এই তিন রাজ্যের মোট আটটি জেলাকে বিশেষ নজর দিয়েছে কেন্দ্র। এই তিন রাজ্যের আট জেলার করোনার সংক্রমণের হার ১০ শতাংশের উপরে। সেখানে নাইট কার্ফু চালু করতে বলা হয়েছে। পাশাপাশি, বিবাহ- শ্রাদ্ধ বা অন্য কোনও সামাজিক অনুষ্ঠানে যাতে ভিড় না হয় সেদিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে। বাকি ৭ রাজ্যের ১৯ টি জেলায় সংক্রমণের হার ৫থেকে ১০ শতাংশের মধ্যে। তাদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। এই তালিকায় থাকা রাজ্যের একমাত্র জেলা কলকাতার পজিটিভিটি রেট ৫ দশমিক ৩৮ শতাংশ বলেই উল্লেখ করা হয়েছে।

এ দিকে ওমিক্রন নিয়ে কলকাতায় আতঙ্ক তৈরি হয়েছে গতকাল থেকেই। আজ ফের বিদেশ থেকে ফেরা এক ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়েছে।  করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬ বছর বয়সি এক বৃদ্ধ। বৃদ্ধের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুরে। তাঁর সাম্প্রতিক ট্রাভেল হিস্ট্রি থেকে জানা গিয়েছে, কিছু দিন আগেই বাংলাদেশ থেকে ফিরেছেন তিনি। বর্তমানে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে। তাঁর সোয়াবের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে।

তবে সার্বিক করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তি দিচ্ছে। গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬২৮। আজ সেই সংখ্যা কমেছে আরও কিছুটা। দৈনিক আক্রান্তের সংখ্যা আজ ৬১০।

তবে মৃতের সংখ্যে গতকালের তুলনায় বেড়েছে। একদিনে করোনার বলি হয়েছেন ১০ জন। শুধু উত্তর ২৪ পরগনাতেই ৫ জনের মৃত্যু হয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমণ কমেছে অনেকটাই। পরপর কয়েকদিন কোনও মৃত্যুও হয়নি। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৬ জন। মৃত্যু হয়েছে ২ জনের।

আরও পড়ুন : Omicron Scare in Kolkata : আতঙ্ক বাড়ছে কলকাতায়! ওমিক্রন সন্দেহে বেলেঘাটা আইডিতে ভরতি বাংলাদেশ ফেরত বৃদ্ধ

Next Article