Weather Update: গোটা রাজ্যে বাড়ছে গরম, তাপপ্রবাহের সতর্কতা পশ্চিমে, তারমধ্যেও বৃষ্টির পূর্বাভাস ৫ জেলায়

Weather Update: এখনই বৃষ্টির দেখা মিলবে না দক্ষিণবঙ্গে। উল্টে শনিবারের পর রবিবারও পশ্চিমের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের মতো জেলাগুলি।

Weather Update: গোটা রাজ্যে বাড়ছে গরম, তাপপ্রবাহের সতর্কতা পশ্চিমে, তারমধ্যেও বৃষ্টির পূর্বাভাস ৫ জেলায়
প্রতীকী ছবি

| Edited By: জয়দীপ দাস

May 09, 2025 | 8:49 PM

কলকাতা: মেঘ কেটে ফের চলছে রোদের দাপট। বিগত কয়েকদিনে জেলায় জেলায় অনেকটাই বেড়েছে তাপমাত্রা। এদিনও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই অস্বস্তিকর গরমে নাজেহাল হয়েছে সাধারণ মানুষ। বৃষ্টি কোথাও দেখা যায়নি। আগামী কয়েকদিনও অবস্থা এমনটাই থাকবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলি। 

তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। শনিবার উপরের পাঁচটি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া-সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার আবার উত্তরবঙ্গের দার্জিলিং  ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

তবে বৃষ্টির দেখা মিলবে না দক্ষিণবঙ্গে। উল্টে শনিবারের পর রবিবারও পশ্চিমের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের মতো জেলাগুলি। উত্তরে মালদহ দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিমের জেলাগুলিতে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে।