Weather Update: অক্ষরে-অক্ষরে মিলল পূর্বাভাস, বাংলায় শুরু হল বৃষ্টি
Weather Latest News: তবে শুধু আজ নয়, রবিবারও উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। আর দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা।

কলকাতা: গরমে তপ্ত গোটা বাংলা। বেলা বাড়তেই যেন ছুটছে হল্কা। আর তাতেই কার্যত ‘সেদ্ধ’ হওয়ার জোগাড়। এর মধ্যেই খেলা ঘোরার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। আর হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে শুরু হল বৃষ্টি।
বিকেল থেকেই পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, আগামী ১-২ ঘণ্টায় বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে বইতে পারে ঝড়ও। মিলল সেই পূর্বাভাস। পুরুলিয়ায় শুরু হল বৃষ্টি। শুধু পুরুলিয়া নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড়-বৃষ্টির খবর মিলছে।
তবে শুধু আজ নয়, রবিবারও উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। আর দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। পূর্ব বর্ধমান ও নদিয়ায় শিলাবৃষ্টি হবে। এছাড়া জোরে হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
মঙ্গল এবং বুধবারেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। ওই দিন উত্তরবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা জড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

