
কলকাতা: বাংলাদেশ থেকে মেঘপুঞ্জ ঢুকে পড়ল বাংলার আকাশে। আর তাতেই চতুর্থীর সন্ধ্যায় প্রবল বৃষ্টির সাক্ষী থাকল কলকাতা। কলকাতায় জারি কমলা সতর্কতা। সন্ধ্যা ঘনাতেই প্রবল বৃষ্টি দেখা যায় উত্তর ২৪ পরগনা, বসিরহাট, হওড়া অঞ্চলে। ধীরে সেই মেঘপুঞ্জ ভাঙড়, নিউ টাউন, সল্টলেক হয়ে কলকাতার দিকেও অগ্রসর হয়। কলকাতাতেও নানা প্রান্তে ফের প্রবল বর্ষণের ছবি দেখা যায়। পূর্বাভাস বলছে দক্ষিণ ২৪ পরগনায় বেশ কিছুক্ষণ ভারী বৃষ্টি চলবে।
এদিকে সকাল থেকে খুব বেশি বৃষ্টির দেখা না মেলায় সন্ধ্যা নামতেই শহরের একাধিক পুজো মণ্ডপে ঠাকুর দেখার ঢল নামে। অনেক জায়গাতেই লম্বা লাইনও দেখা যায়। কিন্তু আচমকা বৃষ্টিতেউই চাপে পড়ে যান দর্শনার্থীরা। জল জমে যায় বাইপাস সংলগ্ন একাধিক এলাকায়। জল জমে যায় সেক্টর ফাইভেও। এদিনও খোলা একাধিক অফিস। অফিস ফিরতি সময়ে প্রবল বর্ষনে চাপে পড়ে যান প্রচুর সাধারণ মানুষ।
এদিকে তিথি অনুযায়ী এদিনই আবার চতুর্থী। এ বছর চতুর্থী তিথি পড়ছে দু’দিন। ২৫ এবং ২৬ সেপ্টেম্বর। ২৫ তারিখ সকাল ৭.০৬ মিনিটে চতুর্থী তিথি শুরু হয়েছে। শেষ হচ্ছে ২৬ তারিখ সকাল ৯ বেজে ৩৩ মিনিটে। অন্যদিকে হাওয়া অফিস বলছে একের পর এক সিস্টেম তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। সে কারণে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে মহলয়ার পরেই প্রবল বর্ষণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের একাধিক পুজো মণ্ডপ। বিষাদের ছায়া দেখা গিয়েছিল একাধিক নামজাদা ক্লাবে। এখন দেখার পুজোর মূল চারটে দিনে কতটা বৃষ্টি-ভাগ্য রয়েছে বাংলার।