বিনিয়োগ টানতে BGBS 2025-এর মঞ্চে ঝাড়খণ্ডের বিজ্ঞাপন হেমন্ত সোরেনের

Deeksha Bhuiyan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 05, 2025 | 6:13 PM

BGBS: হেমন্ত সোরেন বলেন, "মাত্র ২৫ বছর হয়েছে আমাদের রাজ্য তৈরি হয়েছে। কিন্তু সামগ্রিক একটা বিকাশের দরজা খোলা হয়েছে। দেশ এবং দুনিয়ার বড় শিল্পপতিরা রয়েছেন। খনির সঙ্গে জোড়া বিভিন্ন সেক্টরে আমরা অবগত করতে পারি। টেক্সটাইল একটা বড় সম্ভাবনা রয়েছে।"

বিনিয়োগ টানতে BGBS 2025-এর মঞ্চে ঝাড়খণ্ডের বিজ্ঞাপন হেমন্ত সোরেনের
বিশ্ব বাণিজ্য সম্মেলনে হেমন্ত সোরেন
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আক্ষরিক অর্থেই তারকাখচিত মঞ্চ। মুকেশ অম্বানী থেকে শুরু করে সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কা- কে নেই সেখানে! শিল্পপতিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করছেন। বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন আরেক মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মুখেও মমতার প্রশংসা।

কথা বলার শুরুতেই দুই রাজ্যের সম্পর্ক নিয়ে কথা বলেন হেমন্ত সোরেন।কিন্তু এদিনের তাঁর কথা বলার সিংহভাগ জুড়েই ছিল, ঝাড়খণ্ড ঠিক কতটা শিল্পের জন্য বিস্তৃত পরিসর। সেখানে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগের পথ প্রশস্ত। হেমন্ত সোরেন বলেন, “ঝাড়খণ্ড এবং বাংলার মধ্যে এমন অনেক কিছু আছে,  তাতে এক-এক সময়ে মনে হয় আমরা আলাদা কেন! দেশ-বিদেশ থেকে যত অতিথি এসেছেন, তাঁদের সঙ্গেও একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।”  ঝাড়খণ্ডে বিনিয়োগের পরিসর নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ঝাড়খণ্ড প্রদেশ খনিজ সম্পদের রাজ্য। প্রায় চল্লিশ শতাংশ বেশি খনিজ সম্পদ এখানে পাওয়া যায়।”

আসনে তখন মুকেশ অম্বানী থেকে শুরু করে সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কারা। পাশে বসে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীও। তাঁদের সামনেই নিজের রাজ্যে শিল্পোন্নয়ন ও তা বিকাশের ক্ষেত্র নিয়ে হেমন্ত সোরেন বলেন, “মাত্র ২৫ বছর হয়েছে আমাদের রাজ্য তৈরি হয়েছে। কিন্তু সামগ্রিক একটা বিকাশের দরজা খোলা হয়েছে। দেশ এবং দুনিয়ার বড় শিল্পপতিরা রয়েছেন। খনির সঙ্গে জোড়া বিভিন্ন সেক্টরে আমরা অবগত করতে পারি। টেক্সটাইল একটা বড় সম্ভাবনা রয়েছে।”

বিশ্ব বাণিজ্য সম্মেলনে আগত শিল্পপতিদের নিজেদের রাজ্যেও স্বাগত জানান তিনি। তিনি বলেন, “এখানে যাঁরা আছেন, যাঁরা এসেছেন, তাঁদের আমাদের রাজ্যেও স্বাগতম। উদ্যোগনগরী হিসাবে আমাদের রাজ্যকে দেখার একটা আশা আমাদের আছে। দিদির সঙ্গে হাত মিলিয়ে ঝাড়খণ্ডকে শিল্পক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন হেমন্ত সোরেন।

তবে শিল্প বিশেষজ্ঞদের মতে, আদতে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে এসে নিজের রাজ্যেরই বিজ্ঞাপন করে গেলেন হেমন্ত সোরেন।