Priyadarshini Mallick: তুলসী পাতা নিয়ে গবেষণা করেছেন, প্রিয়দর্শিনী মল্লিকের পরিচয় শুধুই ‘মন্ত্রী-কন্যা’ নয়

Priyadarshini Mallick: বাবা তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই শিরোনামে রয়েছেন প্রিয়দর্শিনী। ইডি-র দাবি, যে সব ভুয়ো সংস্থায় লেনদেন হয়েছে বলে প্রমাণ মিলেছে, তার মধ্যে বেশ কয়েকটিতে ডিরেক্টর হিসেবেও নাম ছিল প্রিয়দর্শিনীর।

Priyadarshini Mallick: তুলসী পাতা নিয়ে গবেষণা করেছেন, প্রিয়দর্শিনী মল্লিকের পরিচয় শুধুই মন্ত্রী-কন্যা নয়
প্রিয়দর্শিনী মল্লিকImage Credit source: Facebook

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 01, 2023 | 6:29 PM

কলকাতা: পরনে সাদামাটা পোশাক, টান টান করে বাঁধা চুল। গত কয়েকদিন ধরেই সংবাদমাধ্যমের নজরে রয়েছেন প্রিয়দর্শিনী মল্লিক। বাবা যখন আদালত কক্ষে অজ্ঞান হয়ে পড়ছেন, তখন ছুটে যাচ্ছেন মন্ত্রী-কন্যা। সিজিও কমপ্লেক্সে বারবার যেতে দেখা যাচ্ছে তাঁকে। সংবাদমাধ্যমের ক্যামেরা তাঁর দিকে তাক করে থাকবেও কোনও দিকে না তাকিয়েই সোজা হেঁটে বেরিয়ে যাচ্ছেন তিনি। ইডি হেফাজতে থাকা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যাকে নিয়ে এখন চর্চা চলছে নানা মহলে। প্রশ্ন উঠছে, তাঁর সম্পত্তির বহর নিয়েও। তবে প্রশ্ন হল, এই প্রিয়দর্শিনী মল্লিকের পরিচয় কি শুধুই মন্ত্রীর মেয়ে?

রেশন দুর্নীতিতে ইডি যে তদন্ত শুরু করেছে, তার সূত্র ধরেই বিরোধীরা প্রশ্ন তুলছেন, টিউশন পড়িয়ে কীভাবে ৩.৩৭ কোটি টাকার সম্পত্তির মালিক হলেন প্রিয়দর্শিনী। তাঁকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে সচিব পদে বসানো নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তবে অনেকেই জানেন না প্রিয়দর্শিনী নিজে একজন অধ্যাপিকা ও বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত।

বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন আশুতোষ কলেজে পূর্ণ সময়ের অধ্যাপিকা হিসেবে কাজ করেন মন্ত্রী-কন্যা। এছাড়াও ধ্রুবচাঁদ হালদার কলেজের সঙ্গেও যুক্ত তিনি। তাঁর বিষয় হল, মাইক্রোবায়োলজি, লাইফ সায়েন্স (জীবন বিজ্ঞান), ভাইরোলজি, ইমিউনোলজি ও মেডিক্যাল মাইক্রোবায়োলজি। ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন তিনি।

লিঙ্কড ইন প্রোফাইলে প্রিয়দর্শিনী উল্লেখ করেছেন, যাদবপুর বিশ্ববিদ্যাল থেকে পিএইচডি ডিগ্রি পেয়েছেন তিনি। তুলসী পাতা থেকে ওষুধ তৈরিই ছিল তাঁর গবেষণার বিষয়। অত্যন্ত সহজলভ্য এই পাতা শরীরের বিভিন্ন অঙ্গে প্রদাহ কমানোর ক্ষেত্রে কতটা কার্যকরী হতে পারে, তা নিয়েই গবেষণা করে পিএইচডি ডিগ্রি পান তিনি।

তাঁর বাবা তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই শিরোনামে রয়েছেন প্রিয়দর্শিনী। ইডি-র দাবি, যে সব ভুয়ো সংস্থায় লেনদেন হয়েছে বলে প্রমাণ মিলেছে, তার মধ্যে বেশ কয়েকটিতে ডিরেক্টর হিসেবে নাম ছিল প্রিয়দর্শিনীর। যদিও তল্লাশি চালানোর সময় ওই বিষয়ে কিছু জানেন না বলেই উল্লেখ করছেন তিনি। বাবার গ্রেফতারির পর মেয়ের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থাকবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।