কলকাতা: ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া অভিজিত সরকারের বাড়িতে মদ্যপ অবস্থায় যে পুলিশকর্মী পাহারা দিচ্ছিলেন, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে কি না, তা রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার। মঙ্গলবার সেই মামলায় রিপোর্ট চাওয়া হয়েছে পুলিশের কাছে। রাজ্যের তরফে এদিন জানানো হয়েছে, অভিযুক্ত পুলিশকর্মীদের আর ওই ডিউটিতে পাঠানো হচ্ছে না। অভিজিতের পরিবারের নিরাপত্তার জন্য, অন্য পুলিশকর্মীদের পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে।
এই মামলার পরবর্তী শুনানির দিন রাজ্যকে জানাতে হবে, ওই আচরণের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে।
সরকার পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দিয়েছিলেন, অভিজিৎ সরকারের বাড়ির বাইরে কলকাতা পুলিশের একজন কনস্টেবলকে মোতায়েন করতে হবে। গত ১৩ সেপ্টেম্বর অভিজিতের দাদা বিশ্বজিৎ অভিযোগ জানান, ওই কনস্টেবল উর্দির ওপর টি শার্ট চাপিয়ে বাড়ির বাইরে বসে মদ্যপান করছিলেন। একটি ভিডিয়োও রেকর্ড করে নেন বিশ্বজিৎ। মদ্যপ অবস্থায় ওই পুলিশ কর্মীকে ধরে ফেলতেই তিনি পালিয়ে গিয়েছিলেন বলেও অভিযোদ করেন। এরপর তিনি কলকাতা হাইকোর্টে জানিয়ে মামলা দায়ের করেন।
২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন বিকেলেই বাড়িতে খুন হন অভিজিৎ সরকার। তাঁর খুনের অভিযোগ সংক্রান্ত মামলাও এখনও আদালতে বিচারাধীন। আর সেই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছিল তাঁর পরিবার। অভিজিৎ সরকারের মৃত্যু মামলায় ১০ জন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। তাঁদের পরিবারের লোকজনই সরকার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।