Calcutta High Court: ‘ওরা ঘরে বসে থাকবেন, আর টাকা পাবেন?’ চাকরিহারাদের ভাতা নিয়ে প্রশ্নের পর প্রশ্ন বিচারপতি সিনহার

Calcutta High Court: মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, চাকরিহারা গ্রুপ ডি কর্মীদের ২০ হাজার এবং গ্রুপ সি কর্মীদের ২৫ হাজার টাকা করে মাসে মাসে দেওয়া হবে। 'সেই অঙ্কটা কীসের ভিত্তিতে নির্ধারিত করলেন?' এই প্রশ্ন এদিন রাজ্যকে করেন বিচারপতি।

Calcutta High Court: ওরা ঘরে বসে থাকবেন, আর টাকা পাবেন? চাকরিহারাদের ভাতা নিয়ে প্রশ্নের পর প্রশ্ন বিচারপতি সিনহার

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 09, 2025 | 11:55 PM

কলকাতা: শিক্ষাকর্মীদের ভাতা নিয়ে প্রশ্ন রয়েই গেল কলকাতা হাইকোর্টে। বসে বসে কেন ভাতা পাবেন চাকরিহারা শিক্ষাকর্মীরা, প্রশ্ন তুললেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সোমবার প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে মামলার শুনানি শেষ হয়। রায়দান স্থগিত রয়েছে।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, চাকরিহারা গ্রুপ ডি কর্মীদের ২০ হাজার এবং গ্রুপ সি কর্মীদের ২৫ হাজার টাকা করে মাসে মাসে দেওয়া হবে। ‘সেই অঙ্কটা কীসের ভিত্তিতে নির্ধারিত করলেন?’ এই প্রশ্ন এদিন রাজ্যকে করেন বিচারপতি।

এদিন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সাধারণ মানুষের টাকায় সরকার দুর্নীতিকে সাহায্য করছে। অবিলম্বে এই প্রকল্পের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হোক।”

বিচারপতি আরও প্রশ্ন করেন, ‘কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন? অতীতে কোন কোন ঘটনায় এরকম আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল?’ রাজ্য জানায় একাধিকবার এমন ভাতা দেওয়া হয়েছে, যেমন পূজার সময় বা অন্যান্য ঘটনায়। বিশেষ খাত থেকে এই টাকা বরাদ্দ করা হয় বলেও জানিয়েছে রাজ্য।

যারা এই টাকা পাবেন তাদের থেকে রাজ্য প্রতিদানে কী পাবে? এই প্রশ্ন করেছেন বিচারপতি সিনহা। তিনি বলেন, ‘তাঁরা ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন?
সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এরা টাকা পেতে থাকবেন?’

‘এত সংখ্যক ব্যক্তি ঘরে বসে বসে সাধারণ মানুষের টাকা পাবেন? বেকারদের জন্য কি রাজ্য এই ধরনের কোনও প্রকল্প চালু করেছে বা চালু করার কথা ভাবছে?’ রাজ্যকে এই প্রশ্নও শুনতে হয়।