Calcutta High Court: বাৎসরিকের নিমন্ত্রণে যেতে CBI-কে দেখাতে হবে আধার কার্ড, শর্ত কলকাতা হাইকোর্টের

Calcutta High Court: বাড়ির বাইরে গিয়ে অনুষ্ঠান পালন করা যাবে না। বাড়িতেই অনুষ্ঠান করতে হবে। এছাড়াও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।

Calcutta High Court: বাৎসরিকের নিমন্ত্রণে যেতে CBI-কে দেখাতে হবে আধার কার্ড, শর্ত কলকাতা হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit source: Getty Image (History/Universal Images)

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 20, 2025 | 1:49 PM

কলকাতা: স্ত্রী’র বাৎসরিকের অনুষ্ঠানে লোকজন নিমন্ত্রণ করে খাওয়াতে চেয়েছিলেন নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র। অসুস্থতার কারণে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ। বর্তমানে গৃহবন্দি হয়েই রয়েছেন তিনি। তাঁর বাড়িতে নিরাপত্তারক্ষীও মোতায়েন করা আছে। এবার সেই সুজয়কৃষ্ণের আবেদন, বাড়ির বাইরে গিয়ে স্ত্রীর বাৎসরিকের কাজ করতে চান তিনি।

শুক্রবার সেই মামলায় রায় দিল কলকাতা হাইকোর্ট। স্ত্রী’র মৃত্যুবার্ষিকী পালন করার অনুমতি দেওয়া হয়েছে কালীঘাটের কাকুকে। তবে, দেওয়া হয়েছে শর্ত। বাড়ির বাইরে গিয়ে অনুষ্ঠান পালন করা যাবে না। বাড়িতেই অনুষ্ঠান করতে হবে। এছাড়াও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।

শর্ত ১. নিজের পরিবারের ঘনিষ্ঠ সদস্য ছাড়া অতিরিক্ত ১০ জনকে আমন্ত্রণ জানাতে পারবেন সুজয়কৃষ্ণ।

শর্ত ২. সব মিলিয়ে মোট ৩৫ জন ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন।

শর্ত ৩. যে ৩৫ জন অনুষ্ঠানে থাকবেন, তাঁদের সবার আধার কার্ড এবং বিস্তারিত বিবরণ ৪৮ ঘন্টা আগে সিবিআই-এর কাছে জমা দিতে হবে।

শর্ত ৪. সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠান করা যাবে।

শর্ত ৫. আত্মীয়রা প্রবেশের সময় সিআরপিএফ তাঁদের পরিচয়পত্র চেক করবে।

এদিকে,’কাকু’র অন্তর্বর্তী জামিন বর্ধিত করা হল আগামী ৩১ জুলাই পর্যন্ত। ২৬ জুলাই মূল জামিন মামলার শুনানি।