Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Primary Recruitment: ১৪ বছর ধরে চলছে অপেক্ষা, প্রাথমিকে ১৫০৬ পদে নিয়োগের নির্দেশ ডিভিশন বেঞ্চের

Primary Recruitment: ডিপিএসসি-র তরফ থেকে গত বছরের নভেম্বর মাসে জানানো হয়েছিল, প্যানেল প্রকাশ করা হচ্ছে তবে কাউন্সেলিং হবে না। ২০০১ সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী ওই নিয়োগ হবে বলে জানানো হয়েছিল।

Primary Recruitment: ১৪ বছর ধরে চলছে অপেক্ষা, প্রাথমিকে ১৫০৬ পদে নিয়োগের নির্দেশ ডিভিশন বেঞ্চের
কলকাতা হাইকোর্টImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 5:39 PM

কলকাতা: প্যানেল প্রকাশ হওয়ার পরও মেলেনি চাকরি। ১৪ বছর আগের বিজ্ঞপ্তি অনুযায়ী যে নিয়োগ হওয়ার কথা ছিল, সেই চাকরির অপেক্ষা চলছে ১৪ বছর পরও। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত ওই মামলায় অবিলম্বে নিয়োগ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অমৃতা সিনহা ও বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে, আগামী ৩০ অগস্টের মধ্যে ওই সব শূন্যপদ পূরণ করতে হবে। মামলার পরবর্তী শুনানি রয়েছে ৩০ অগস্ট। ওইদিন বিকেল ৩টেয় নিয়োগ সম্পর্কে আদালতে রিপোর্ট দেবে পর্ষদ।

২০০৯ সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। দক্ষিণ ২৪ পরগনার মোট ১৫০৬টি পদে নিয়োগ হয়নি বলে অভিযোগ ওঠে। মামলা হওয়ার পর হাইকোর্টের নির্দেশে চাকরিপ্রার্থীদের প্যানেল গত বছরই প্রকাশ করে ডিপিএসসি। ডিপিএসসি-র তরফ থেকে গত বছরের নভেম্বর মাসে জানানো হয়েছিল, প্যানেল প্রকাশ করা হচ্ছে তবে কাউন্সেলিং হবে না। ২০০১ সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী ওই নিয়োগ হবে বলে জানানো হয়েছিল। নিয়োগপত্র প্রার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথাও বলেছিল ডিপিএসসি। তবে প্যানেল প্রকাশ হওয়ার পরও চাকরি পাননি কেউই।