
কলকাতা: কুকুর পুষব কিন্তু কামড়ালে দায় নেব না! এই আচরণ চলবে না। কুকুরের মালিককেই কুকুরের যাবতীয় দায় নিতেই হবে। কুকুর কামড়ালে দায় যে মালিকের, একটি মামলার রায় দিতে গিয়ে এ কথা বুঝিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি উদয় কুমারের বেঞ্চ একটি মামলার রায় দিয়েছে।
হাইকোর্টের পর্যবেক্ষণ, কুকুর যিনি পুষছেন, তাঁর দায়িত্ব পোষ্য যাতে কারও কোনও ক্ষতি না করে সেটা নিশ্চিত করা। আদালত আরও উল্লেখ করেছে যে কুকুরের আক্রমণ অনেক সময় ভয়াবহ হতে পারে, এতে জীবন সংশয়ও হতে পারে। ফলে কুকুর পুষলেই হবে না, কুকুর যাতে কাউকে আঘাত না করে, সেটাও নিশ্চিত করতে হবে।
মামলার সূত্রপাত সোনারপুরের একটি ঘটনা থেকে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা দীপন বন্দ্যোপাধ্যায় ২০২২ সালে ফ্ল্যাটের বাসিন্দা সুমন রায় ও তাঁর বোনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, ছাদে হঠাৎ তাঁর উপর সুমনবাবুর পোষা ১০-১২ টি কুকুর আক্রমণ করে। টাল সামলাতে না পেরে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। সেই এফআইআর খারিজ করার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সুমন রায়।
মামলায় বিচারপতি উদয় কুমারের নির্দেশ, মামলাকারীর যাবতীয় আর্জি খারিজ। তাঁর বিরুদ্ধে পদক্ষেপও করতে পারবে পুলিশ। রায় দিতে গিয়ে বিচারপতি মনে করিয়ে দেন ভারতীয় দণ্ডবিধির ২৮৯ নম্বর ধারার কথা। সেখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, কোনও পশু যাতে কাউকে আক্রমণ না করে, সেই বিষয়ে মালিককে যত্নবান হতে হবে।