
কলকাতা: এক দশকেরও বেশি সময় পর পার্ক সার্কাস ময়দানে আয়োজিত হতে চলেছে সার্কাস। সম্প্রতি ময়দানে এই শো আয়োজনের জন্য অনুমোদন দিয়েছে কলকাতা পুরসভা। তারপরই জল গড়িয়েছে হাইকোর্টে। দূষণের যুক্তিকে সামনে রেখে পার্ক সার্কাস ময়দানে সার্কাস আয়োজনের বিরোধিতায় দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। শুক্রবার সেই মামলাই ওঠে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে।
গত পয়লা ডিসেম্বর পার্ক সার্কাস ময়দানের একদিকে সার্কাস আয়োজনের অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। শেষবার পার্ক সার্কাসে সার্কাস আয়োজন হয়েছিল ২০১৪ সালের ডিসেম্বর মাসে। তারপর মা এবং এজেসি বোস উড়ালপুলের সংযোগের কাজে জেরে অনুমতি দেওয়া বন্ধ হয়ে যায়। অবশেষে এক দশক পর ফিরল সার্কাস। তখনই জল গড়াল হাইকোর্টে।
মামলাকারীর যুক্তি, এর আগে কলকাতা বইমেলা ময়দান থেকে দূষণের কারণে সরিয়ে নিয়ে গিয়ে পার্ক সার্কাস ময়দানে করার পরিকল্পনা হয়েছিল। কিন্তু সেখানেও দূষণের যুক্তিতে মামলা হয় হাইকোর্টে। ২০০৮ সালে এই মামলার রায়ে হাইকোর্ট দূষণের যুক্তিতে মান্যতা দেওয়ায় বইমেলা সরে যায়। আদালতের পর্যবেক্ষণ ছিল, দূষণ পর্ষদের বিধি না মেনেই পুরসভা অনুমতি দিয়েছে। এবার সেই মাঠেই কেন সার্কাস?
এদিন এজলাসে পার্ক সার্কাস ময়দানে সার্কাসের জন্য অনুমোদন দেওয়ার কথা স্বীকার করেছে কলকাতা পুরসভা। তবে সেই অনুমোদন দূষণবিধি না মেনে কিনা তা এখনও জানা যায়নি। অন্যদিকে, পুরসভার স্বীকারোক্তি শুনে মামলাকারীর পক্ষের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্য়ায়কে এই মর্মে একটি হলফনামা জমা দিতে বলেছেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলাকারী ঠিক কী কী চান, সেটাই জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী বুধবারের মধ্যেই জমা দিতে হবে এই হলফনামা।