High Court: দেউচা পচামি নিয়ে রাজ্যকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলল হাইকোর্ট

High Court: বীরভূমের দেউচা পচামি দেওয়ানগঞ্জ হরিণগঙ্গা কয়লাখনি প্রকল্প কার্যকর করতে গিয়ে আদিবাসীদের জোর করে উচ্ছেদ করার পাশাপাশি সরকারি ঠিকাদারদের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ তুলে নতুন ওই আবেদন জমা পড়ে কলকাতা হাইকোর্টে।

High Court: দেউচা পচামি নিয়ে রাজ্যকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলল হাইকোর্ট
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 26, 2025 | 4:11 PM

কলকাতা: বীরভূমের দেউচা-পচামি নিয়ে রাজ্য সরকারের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। জোর করে আদিবাসীদের সরিয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল। দেউচার খননকে অবৈধ বলেও দাবি করা হয়েছিল। সেই মামলায় তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলা হয়েছে।

২০২২ সালে ওই মামলা দায়ের হয়। সেখানে বলা হয়, জমি অধিগ্রহণ আইন লঙ্ঘন করা হয়েছে দেউচা পচামিতে। বিপুল পরিমাণ জমির ক্ষতি হতে পারে বলেও উল্লেখ করা হয়। জীবন-জীবিকার ক্ষতির কথাও বলা হয়েছিল ওই জনস্বার্থ মামলায়। কয়লাখনি প্রকল্প নিয়েও বেশ কিছু প্রশ্ন তোলা হয় সেখানে।

বীরভূমের দেউচা পচামি দেওয়ানগঞ্জ হরিণগঙ্গা কয়লাখনি প্রকল্প কার্যকর করতে গিয়ে আদিবাসীদের জোর করে উচ্ছেদ করার পাশাপাশি সরকারি ঠিকাদারদের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ তুলে নতুন ওই আবেদন জমা পড়ে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই হলফনামা চেয়েছে রাজ্য়ের কাছে।

২০১৩ সালের জমি অধিগ্রহণ আইনের শর্ত না মেনে ওই প্রকল্পে জমি নেওয়ার অভিযোগে মামলা হয়েছিল ২০২২ সালে। অভিযোগ, এই প্রকল্পের জন্য পরিবেশের কোনও ছাড়পত্র নেওয়া হয়নি। আদিবাসীদের জমি ও ফরেস্ট ল্যান্ড নেওয়া হচ্ছে বিধি না মেনেই। উল্লেখ্য, ইতিমধ্যেই শুরু হয়েছে বীরভূমের সেই খনি প্রকল্পের কাজ।