কলকাতা: যে জায়গায় তৃণমূল ২১ জুলাই সভা করে, সেই জায়গাতেই এবার সভা করতে চায় আইএসএফ। মঙ্গলবারই এই দাবিতে মামলা করেছে দল। কিন্তু সেই অনুমতি দিতে এখনও রাজি নয় আদালত। গত বছর ওই জায়গায় সভা করার সময় গণ্ডগোল হয়েছিল। সেই যুক্তিতেই অনুমতি দিতে চাইছে না পুলিশ। বুধবার মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত আইএসএফ-কে বলেন, “আদালত কোনও একটি বিশেষ জায়গায় কোনও বিশেষ রাজনৈতিক দলের সভার জন্য নির্দেশ দেয় না।” আর গণ্ডগোল প্রসঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ, ‘যাঁরা আয়োজক, তাঁদের সামলানো উচিত।’
এজি কিশোর দত্ত এদিন আদালতে জানান, ‘অখিল ভারতী যুব’ সহ একাধিক সংগঠনের প্রোগ্রাম রয়েছে। অনেক আগে থেকে এগুলির আবেদন করা হয়েছে। এর আগের অনুষ্ঠানে আইএসএই পুলিশকে মারধর করে বলে অভিযোগ রাজ্যের। এজি উল্লেখ করেছেন, সেই ভিডিয়ো রয়েছে। ফিরদৌস শামিম পাল্টা দাবি করেছেন, আইএসএফ-কে আগে হেনস্থা করা হয়েছিল।
বিচারপতি জয় সেনগুপ্ত এদিন জানতে চান, মিছিলে কতজন যাবেন। আইএসএফ জানিয়েছে, ৫ হাজার লোক যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংখ্যা কমিয়ে দু হাজার করা যায় কি না, তা দেখতে বলেছেন বিচারপতি। আর কী কী পদক্ষেপ করা হচ্ছে, তা জানতে চেয়েছে আদালত। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে।