
কলকাতা : মাধ্যমিকের পর এবার ফল প্রকাশ হতে চলেছে উচ্চ মাধ্যমিকের। আগামী ১০ জুন অর্থাৎ আগামী সপ্তাহের শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই ঘোষণা করা হয়েছে। ১০ জুন সংসদের অফিস তথা বিদ্যাসাগর ভবন থেকে ফল প্রকাশ করা হবে। সকাল ১১ টা থেকেই স্কুলে স্কুলে ফলাফল পৌঁছে দেওয়া হবে। তবে পড়ুয়ারা চাইলে স্কুলে যাওয়ার আগে অনলাইনেই জানতে পারবেন ফলাফল। সংসদের তরফে বেশ কয়েকটি ওয়েবসাইটের উল্লেখ করা হয়েছে, সেখান থেকেই ফলাফল জানা যাবে। এসএমএস ও মোবাইল অ্যাপও ব্যবহার করতে পারবেন পড়ুয়ারা।
www.wbresults.nic.in/
www.exametc.com/
www.results.shiksha/
www.indiaresults.com/select-state.htm
www.jagranjosh.com/
www.technoindiagroup.com/
www.exametc.com -এই ওয়েবসাইটে গিয়ে যদি কোনও পড়ুয়া রোল নম্বর ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে, তাহলে ফলাফল এসএমএসের মাধ্যমে পৌঁছে যাবে মোবাইলে। এ ছাড়া, WB12 (স্পেস) রোল নম্বর লিখে ৫৬০৭০ নম্বরে এসএমএস করতে হবে। ওই একই এসএমএস ৫৬৭৬৭৫০ নম্বরে পাঠালেও ফলাফল জানা যাবে।
এ ছাড়া মোবাইলে প্লে স্টোর থেকে WBCHSE Results 2022 ডাউনলোড করেও সেখান থেকে ফলাফল জানা সম্ভব।
গত বছর করোনা পরিস্থিতির জেরে হয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পূর্ব পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ফল প্রকাশ করা হয়েছিল। এবার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় ফের অফলাইনে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। তাই এবার উচ্চ মাধ্যমিকের অন্যরকম গুরুত্ব রয়েছে।