Hindustan park durga puja 2025: মা এখানে অন্যরূপে, হিন্দুস্তান পার্কের পুজোয় কিন্তু টুক করে ঘুরে আসতেই পারেন

Durga Puja 2025: এবারের এই পুজো মণ্ডপের থিম হল লোকজ। অর্থাৎ লোক-সংস্কৃতিকে তুলে ধরা। পশ্চিমবঙ্গের রাঢ় বঙ্গের যে ঐতিহ্য অর্থাৎ আদিবাসী মানুষদের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এখানে। পুজো মণ্ডপে তৈরি হয়েছে বিশেষ স্টেজ। সেখানেই হলুদ-লাল শাড়ি পরে সাঁওতালি নাচছেন মহিলারা। বাজছে ধামসা-মাদল।

Hindustan park durga puja 2025: মা এখানে অন্যরূপে, হিন্দুস্তান পার্কের পুজোয় কিন্তু টুক করে ঘুরে আসতেই পারেন
হিন্দুস্তান পার্কের পুজোImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 27, 2025 | 5:12 PM

হিন্দুস্তান পার্ক: কলকাতার অন্যতম বড় পুজোগুলির মধ্যে একটি হল হিন্দুস্তান পার্ক। দক্ষিণ কলকাতার বড় বড় পুজোগুলিকে রীতিমতো টেক্কা দেয় এই হিন্দুস্তান পার্ক। প্রতি বছরের মতো এবারও আলাদা চিন্তা ও থিম নিয়ে হাজির হয়েছে তারা।

হিন্দুস্তান পার্কের থিম কী?

এবারের এই পুজো মণ্ডপের থিম হল লোকজ। অর্থাৎ লোক-সংস্কৃতিকে তুলে ধরা। পশ্চিমবঙ্গের রাঢ় বঙ্গের যে ঐতিহ্য অর্থাৎ আদিবাসী মানুষদের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এখানে। পুজো মণ্ডপে তৈরি হয়েছে বিশেষ স্টেজ। সেখানেই হলুদ-লাল শাড়ি পরে সাঁওতালি নাচছেন মহিলারা। বাজছে ধামসা-মাদল।

এখানে কিন্তু দেবীর বাহন হিসাবে সিংহকে দেখানো হয়নি। অনেকটা আলাদা তাঁর বাহন। এখানে দেবী বসে আছেন চেয়ারে। অর্থাৎ মা যে সবার, তিনি যে বিভিন্ন জায়গায় এক এক রূপে পূজিত হন, তাই তুলে ধরা হয়েছে এখানে।

আজ মহাপঞ্চমীর দুপুর থেকেই বিশাল লাইন দেখা গেল মণ্ডপে। প্রচুর মানুষ এসেছেন হিন্দুস্তান পার্কের পুজো দেখতে। এক দর্শনার্থী জানান, তিনি হাবড়া থেকে ঠাকুর দেখতে এসেছেন। অর্থাৎ, বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই মানুষ এসেছেন এখানে পুজো দেখতে।