Calcutta High Court: ‘রাজ্যের এত অবহেলা কেন!’ উত্তর দিতে হাইকোর্টে হাজিরা দিলেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী

Calcutta High Court: কোন কোন শূন্যপদে নিয়োগ করা হল, তা পরবর্তী শুনানিতে জানাবে রাজ্য। বিচারপতি জানান, যাতে কাজের প্রতিফলন দেখা যায়, সেই কারণেই স্বরাষ্ট্র সচিবকে হাজির থাকতে বলা হয়েছিল।

Calcutta High Court: রাজ্যের এত অবহেলা কেন! উত্তর দিতে হাইকোর্টে হাজিরা দিলেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী
হাইকোর্টে হাজিরা নন্দিনীরImage Credit source: GFX- TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 20, 2025 | 3:43 PM

কলকাতা: চিটফান্ড-কাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিশেষ কমিটি তৈরি করা হয়েছিল। ক্রমাগত সেই কমিটির প্রতি অবহেলা করা হচ্ছে বলে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। দিনের পর দিন সেই কমিটিতে নিয়োগ না হওয়ায় কাজ এগোচ্ছে না বলেও অভিযোগ ওঠে। কেন এই পরিস্থিতি? কেন এত অবহেলা? এই প্রশ্ন তুলে রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী।

বৃহস্পতিবার সেই সম্পর্কে উত্তর দিতে আদালতে ভার্চুয়ালি উপস্থিত হলেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। মামলায় রিপোর্ট দিয়ে রাজ্য জানিয়েছে যে ছ’টি শূন্যপদ পূরণ হয়েছে। ওই কমিটিতে নোডাল অফিসার যাতে দ্রুত নিয়োগ করা হয়, সেই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী।

নিয়োগ করলে কীভাবে চলবে, জানতে চান বিচারপতি। তিনি উল্লেখ করেন, স্টেনোগ্রাফার এবং ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা খুব দরকার। নোডাল অফিসার হিসেবেও কাউকে নিয়োগ করা হয়নি বলে অভিযোগ মামলাকারীর আইনজীবী।

এজি বলেন, “আমরা দ্রুত নিয়োগ করছি।” কোন কোন শূন্যপদে নিয়োগ করা হল, তা পরবর্তী শুনানিতে জানাবে রাজ্য। বিচারপতি জানান, যাতে কাজের প্রতিফলন দেখা যায়, সেই কারণেই স্বরাষ্ট্র সচিবকে হাজির থাকতে বলা হয়েছিল।

এই মামলায় রাজ্যের বিরুদ্ধে আরও অভিযোগ ওঠে,  কমিটির নতুন চেয়ারম্যানকে রেমুনারেশন বা টাকা দেওয়ার বিষয়ে সরকার কোনও অনুমোদন দেয়নি। আগের চেয়ারম্যানেরও মোটা টাকা এখনও বকেয়া রয়েছে!