
কলকাতা: ছাব্বিশের ভোটের ঢাকে কাঠি পড়তেই তাতছে বঙ্গ। এরইমধ্যে আবার ব্রিগেড সমাবেশের ডাক বামেদের। সকাল থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে বাম কর্মী সমর্থকদের ঢল নামছে কলকাতায়। তৎপর পুলিশও। জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা। নজর রাখা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে। লালবাজার সূত্রে খবর ব্রিগেড চত্বরে পর্যাপ্ত বাহিনী তো থাকছেই সঙ্গে একাধিক জায়গায় মিছিল থাকার কারণে রাখা হচ্ছে বাড়তি নজর। সব মিলিয়ে ৮টি মিছিল বের হচ্ছে শহর থেকে।
হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, সুবোধ মল্লিক স্কোয়ার, সেন্ট্রাল মেট্রো সংলগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ, পার্ক সার্কাস ময়দান, হেস্টিংস ক্রসিং, এক্সাইড মোড ও ডোরিনা ক্রসিং থেকে আসছে মিছিল। একইসঙ্গে হাওড়া ও শিয়ালদহ স্টেশন চত্বর থেকে আসছেন প্রচুর কর্মী সমর্থক।
সভা চত্বরে থাকছেন ইন্সপেক্টর পদমর্যাদার ৬ জন অফিসার। থাকছেন সাব-ইনস্পেক্টর পদমর্যাদার ১২ জন অফিসার। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদমর্যাদার ১২ জন অফিসার থাকছেন। এছড়াও থাকছেন ৮০ জন পুলিশ কর্মী, ১৫ জন মহিলা পুলিশ কর্মী। শুধুমাত্র ব্রিগেড সমাবেশে জন্য শহরে থাকছে ৭ পুলিশ পিকেট। ডোরিনা ক্রসিং, মেয়ো রোড, চৌরঙ্গি রোডের মত গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে পিকেটগুলি। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ বাহিনী প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।
লালবাজার সূত্রে এও জানা যাচ্ছে, সমাবেশের জন্য মোট ৬টি জায়গায় পাকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। YMCA মাঠ, টাউন ক্লাব, রেঞ্জার মাঠ-সহ বেশ কিছু জায়গায় পার্কিং হচ্ছে। কেউ অসুস্থ হয়ে গেলে দু’টো অ্য়াম্বুলেন্সও থাকছে ব্রিগেডে।