
কলকাতা: বৈঠক নিস্ফলা। শেষ পর্যন্ত ধর্মঘটের সিদ্ধান্তে অনড় বাস মালিকরা। পরিবহণ দফতরের সচিবের সঙ্গে এদিন বৈঠকে বসেছিলেন বাস মালিকরা। কিন্তু, কোনও সমাধান সূত্রে বের হয়নি। ফলে ২২, ২৩ ও ২৪ মে তিনদিনের বাস মিনিমাস ধর্মঘট হচ্ছেই। এদিকে মেয়াদ উত্তীর্ণ বাসের দু’বছরের সময়সীমা বৃদ্ধি, ভাড়া বৃদ্ধি, পুলিশি জুলুম-সহ পাঁচ দফা দাবি পূরণ করার আর্জি জানিয়ে ইতিমধ্য়েই সরকারের কাছে দরবার করা হয়েছিল। তা নিয়েই এদিন বৈঠকে বসেছিলেন বাস মালিকরা। কিন্তু, শেষ পর্যন্ত সেখান থেকে কোনও রফাসূত্র বের হয়নি। এদিকে ভাড়া বাড়ানো নিয়ে এত চাপানউতোর হলেও যাত্রীরা বলছেন অনেক রুটে সরকারি কোনও নির্দেশ ছাড়াই অলিখিতভাবে ভাড়া বেড়ে বসে আছে। তা নিয়েও যাত্রীদের মাথাব্যথার অন্ত নেই। এ নিয়ে প্রায়শই নানা রুটে প্রায়শই ঝামেলাও দেখা যায়। আগে পরিবহণ মন্ত্রী থাকার সময় উদ্বেগ প্রকাশ করেছিলেন ফিরহাদ হাকিম, এখন তাঁর উত্তরসূরি স্নেহাশিসের গলাতেও একই সুর। যাত্রীদের...