CV Ananda Bose: কীভাবে ‘বাঙালিবাবু’ হয়ে উঠছেন বোস? দায়িত্বের বর্ষপূর্তিতে বড় অনুষ্ঠান রাজভবনে

CV Ananda Bose: সরস্বতী পুজোয় রাজভবনে দিয়েছেন হাতেখড়ি। এমনকী বাংলায় বই লেখারও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি বঙ্গবাসীকে শারদীয়ার শুভেচ্ছাবার্তাও পুরোপুরি বাংলাতেই জানাতে দেখা গিয়েছে সিভি আনন্দ বোসকে।

CV Ananda Bose: কীভাবে ‘বাঙালিবাবু’ হয়ে উঠছেন বোস? দায়িত্বের বর্ষপূর্তিতে বড় অনুষ্ঠান রাজভবনে
রাজ্যপাল সিভি আনন্দ বোসImage Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Nov 17, 2023 | 10:02 PM

কলকাতা: ছিলেন ধনখড়, এসেছেন বোস। ২০২২ সালের নভেম্বরেই বাংলার রাজ্যপালের দায়িত্ব নেন সিভি আনন্দ বোস। এবার তারই বর্ষপূর্তি পালন করতে চলেছে রাজভবন। সিভি আনন্দ বোসের এক বছর পূর্ণ হবে এই নভেম্বরের ২৩ তারিখ। সেই উপলক্ষেই এই বিশেষ আয়োজন বলে জানতে পারা যাচ্ছে। এদিকে দায়িত্ব নেওয়ার পরপরই বারবারই তাঁকে বাংলা ও বাঙালির প্রতি তাঁর গভীর আবেগের প্রকাশ করেছেন। বাংলা ভাষা, বাংলা শেখার প্রতিও তাঁর গভীর আগ্রহ প্রকাশ করেছেন।

সরস্বতী পুজোয় রাজভবনে দিয়েছেন হাতেখড়ি। এমনকী বাংলায় বই লেখারও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি বঙ্গবাসীকে শারদীয়ার শুভেচ্ছাবার্তাও পুরোপুরি বাংলাতেই জানাতে দেখা গিয়েছে সিভি আনন্দ বোসকে। বর্ষপূর্তির অনুষ্ঠানেও জায়গা পেতে চলেছে বাংলা ও বাঙালির প্রতি তাঁর সেই গভীর আবেগ। এমনই খবর সূত্রে।

সূত্রের খবর, বর্ষপূর্তির অনুষ্ঠানে যে থিম হতে চলেছে সেখানেও এর ছাপ থাকতে চলেছে। এক বছরে তিনি কী ভাবে বঙ্গসন্তান হয়ে উঠেছেন, কীভাবে তাঁর মনে জায়গা করে নিয়েছে বাঙালিয়ানা, সেটাই হতে চলেছে অনুষ্ঠানের মূল বিষয়। একইসঙ্গে রাজভবন কীভাবে জনগণের রাজভবন হয়ে উঠছে তাও তুলে ধরা হবে বর্ষপূর্তির নানা অনুষ্ঠানের মাধ্যমে। স্বয়ং রাজ্যপালই নির্বাচন করবেন থিম সং। ২৩ নভেম্বর এই বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন হচ্ছে করা হচ্ছে বলে খবর।