Congress in West Bengal: ক্ষমতা থেকে ‘শূন্য’, কোন পথে বাংলা ‘হাত’-ছাড়া হল কংগ্রেসের
Congress in West Bengal: উনিশের লোকসভা নির্বাচনে বাংলায় দুটি আসন পেয়েছিল কংগ্রেস। আর সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফল আরও খারাপ। বহরমপুরে নিজের গড়ে হেরে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুধুমাত্র মালদা দক্ষিণ আসনে জিতেছে কংগ্রেস। একুশের বিধানসভা নির্বাচনে বামেদের হাত ধরে খাতা খুলতে পারেননি অধীররা। তবুও বাংলায় ঘুরে দাঁড়ানোর আশায় কংগ্রেস। কোন পথে তা সম্ভব? কী ভাবছেন কংগ্রেস নেতৃত্বে?

কলকাতা: ঘরে ঘরে হাত। স্বাধীনতার পর দেশের কোণায় কোণায় তখন কংগ্রেসের পতাকা। বাংলায়ও তার ব্যতিক্রম হয়নি। প্রফুল্লচন্দ্র ঘোষের নেতৃত্বে পশ্চিমবঙ্গে সরকার গড়ে কংগ্রেস। কিন্তু, সময় যত গড়িয়েছে, হাতের প্রভাব কমতে শুরু করে রাজ্যে। ক্ষমতার কেন্দ্র থেকে এখন বিধানসভায় শূন্য হাত। ভোটপ্রাপ্তির হার কমতে কমতে আজ ১০ শতাংশের নিচে নেমেছে। বাংলায় কংগ্রেস বলতে কেন এখন মানুষ নির্দিষ্ট কয়েকটি এলাকার কোথাই বোঝে? স্বাধীনতার ৭৭ বছরে কোন পথে বাংলায় প্রভাব হারাল কংগ্রেস? খাদ্য আন্দোলনের প্রভাব- দেশ স্বাধীন হওয়ার পর সবে এক দশক কেটেছে। রাজ্যে মারাত্মক আকার ধারণ করে খাদ্যসঙ্কট। চারদিকে খাদ্যের হাহাকার। খিদের জ্বালায় কাঁদছে শিশুরা। অসহায় পরিবার। অন্যের বাড়ি থেকে ভাতের ফ্যান চেয়ে এনে খাওয়াচ্ছেন মা।...





